বাংলারজমিন

মধুপুর ও ধনবাড়ীতে নতুন করে করোনায় আক্রান্ত ১০ জন

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

২৬ মে ২০২০, মঙ্গলবার, ১১:৩৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুর ও  ধনবাড়ীতে নতুন করে ১০ ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই দুই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।  মধুপুরে ১০ ও ধনবাড়ীতে ১১ জন।
মঙ্গলবার (২৬ মে) পৃথক দুই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন মানবজমিনকে জানান, উতোমধ্যে ৬ জন আক্রান্ত ছিল। এর মধ্যে একজন(প্রথমজন) সুস্থ্য হয়েছেন। গত কয়েক দিনে নমুনা পাঠানো পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত সবাই পুরুষ। এরা পৌর এলাকার মাস্টার পাড়া ও আশুরা গ্রামের একজন করে দুইজন। গোলাবাড়ীর শালিখা গ্রামের একজন এবং মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের একজন। এ নিয়ে মধুপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এর আগে ৬ জনের প্রথম জন সুস্থ্য হয়েছেন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা গণমাধ্যমকে জানান, গত ১০ দিন যাবত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী  উপসর্গ গোপন করে ভর্তি হন। পরে উপসর্গ দেখে ভর্তি থাকা আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়। টেস্টের ফলাফল ৬ জনেরই পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জন।

মধুপুর ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সূত্র জানায়, আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status