করোনা আপডেট

হটস্পট নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৪৫

স্টাফ রির্পোার, নারায়ণগঞ্জ থেকে

২৬ মে ২০২০, মঙ্গলবার, ১২:১৩ অপরাহ্ন

মরণঘাতি করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫জন। এতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭০ জন। মৃত্যু সংখ্যা ৭২ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৪ জন। মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

তথ্যমতে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৯৮ জন, বন্দর উপজেলায় ৬৮ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০১৫ জন, রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৭৭২ ও সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন। পুরো জেলায় মোট ২৩৭০ জন।

সুস্থ্য হওয়ার সংখ্যা- আড়াইহাজার উপজেলায় ৩০, বন্দর উপজেলায় ১৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪১৯, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০৪ ও সোনারগাঁও উপজেলায় ২০ জন। মোট ৬৯৪ জন।
মৃত্যুর সংখ্যা- বন্দর উপজেলায় ১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৯, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬, সোনারগাঁও উপজেলায় ৫ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই। পুরো জেলায় ৭২জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status