কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ভারতে বিমান চলাচলের প্রথম দিনে বিপর্যয়, ছ শ' ত্রিশটি উড়ান বাতিল

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৬ মে ২০২০, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

ভারতে সোমবার দীর্ঘ দুমাস পরে অসামরিক বিমান চলাচল শুরু হল৷ কিন্তু প্রথম দিনটি কাটলো নিদারুন বিপর্যয়ের মধ্যে, যাত্রীদের হয়রানি, বিমানবন্দরগুলোতে অব্যবস্থাপনা, করোনা নিয়ে নতুন নিয়মাবলী - সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়ায় যে মোট ছ শ' ত্রিশটি উড়ান বাতিল করতে হয় ৷ সব থেকে করুণ অবস্থা ছিল দিল্লি ও মুম্বাই বিমানবন্দরে ৷ এখানে সোশ্যাল ডিস্টেন্সিং কেউ মানেননি ৷ যাত্রীরা একের গায়ে অন্যজন হুমড়ি খেয়ে পড়েন ৷ বহু যাত্রী বিমানবন্দরে এসে শোনেন যে উড়ান বাতিল হয়েছে তিনটি রাজ্য পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু চায়নি সোমবার দেশে সাধারণের জন্যে বিমান চলাচল শুরু হোক ৷ এরমধ্যে আম্ফান কবলিত পশ্চিমবঙ্গের দাবি মেনে সেখানে বৃহস্পতিবার বিমান চলাচল শুরু হচ্ছে ৷ কিন্তু মানা হয়নি মহারাষ্ট্র ও তামিলনাড়ুর দাবি ৷ অসামরিক বিমান চলাচল দফতরের অভিযোগ, এই দুই রাজ্য সরকার কোনও সাহায্য না করায় বিপর্যয় নেমে আসে ৷ এছাড়া কর্ণাটক, পাঞ্জাব, বিহার, কেরালা, আসাম পৃথক পৃথক কোয়ারেন্টিন নীতি নেওয়ায় সমস্যা তৈরী হয় ৷ কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের জন্যে একটি কেন্দ্রীয় আইনই থাকবে এবং মঙ্গলবার থেকে সব রাজ্যে তা মানতে বাধ্য থাকবে ৷ মন্ত্রক মনে করছে যে মঙ্গলবার থেকে বিমান পরিষেবায় উন্নতি দেখা যাবে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status