অনলাইন

ব্রিটেনে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে

২৫ মে ২০২০, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

কোভিড-১৯ এ ব্রিটেনে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় আজ ২৪ মে মারা গেছেন ১১৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ শত ৯ জন।বুধবার ছিল ৩৬৩ জন, বৃহস্পতিবার ৩৩৮ জন, শুক্রবার ছিল ৩৫১ জন, শনিবার ছিল ২৮২ জন, রবিবার এসে দাঁড়ায় ১১৮ জনে। সর্বমোট মারা গেছেন প্রায় ৩৭ হাজার। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লক্ষ প্রায় ৬০ হাজারের কাছাকাছি। রবিবার গত ২৪ ঘন্টায় মৃত্যুর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন,স্কটল্যান্ডে ৯ জন, ওয়েলসে ৭ জন এবং আয়ারল্যান্ডে ১ জন। তাদের হিসাব মতে ১৬৪ জন মারা গেছেন।তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের হিসাব সরকারীভাবে গ্রহনযোগ্য নয়।
প্রসঙ্গত:করোনা ভাইরাস বা কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৫ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করে বরিস জনসনের সরকার। লকডাউন না মানায়(লকডাউন ভঙ্গ করায়)এ পর্যন্ত ৯ হাজারের উপরে মানুষকে জরিমানা করেছে দেশটির পুলিশ। বর্তমানে ব্রিটেনে করোনা ভাইরাসের পরীক্ষা উন্মোক্ত করা হয়েছে। যে কেউ চাইলে এ পরীক্ষা করাতে পারবেন। দেশটিতে সরকারী ভাবে স্বাদ-গন্ধ না পাওয়াকে করোনা ভা্রাসের লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status