বিশ্বজমিন

আফগানিস্তান: ঈদ উপলক্ষে সরকারের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা তালিবানের

মানবজমিন ডেস্ক

২৪ মে ২০২০, রবিবার, ৮:২৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালিবান। আজ রোববার থেকে যুদ্ধবিরতিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহে সরকারি বাহিনীর বিরুদ্ধে কট্টর ইসলামি দলটির হামলা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগতম জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে। প্রত্যাশা করা হচ্ছে, দেশটিতে দীর্ঘমেয়াদে সহিংসতা প্রশনমের একটি পথ সুগম করে দিতে পারে সাময়িক এই বিরতি। এর আগে ২০১৮ সালেও একইরকম বিরতির ঘোষণা দেয়া হয়েছিল। যদিও সেটি পরবর্তীতে আর বাড়ানো হয়নি। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার এক ঘোষণায় দলটির সদস্যদের উদ্দেশে বলেন, শত্রুর বিরুদ্ধে কোথাও কোনো হামলা অভিযান চালাবেন না। যদি শত্রুরা আপনাদের উপর হামলা চালায়, তাহলে নিজেদের রক্ষা করুন। তিনি আরো জানান, কেবলমাত্র ঈদুল ফিতর উপলক্ষেই এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status