করোনা আপডেট

কুমিল্লায় একদিনে ৮১ জন আক্রান্ত, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে

২৪ মে ২০২০, রবিবার, ৭:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লা জেলায় নতুন করে ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৭ জনে। মৃত্যুবরন করেছে ১ জন। এনিয়ে জেলায় মৃত্যু বরন করেন ২০ জনের।
কুমিল্লা শহরের ঝাউতলা করোনার একভবনের এক পরিবারের তিন জন, ঝাউতলার একে শামসুল হক রোডের একজন, শহরের শাকতলা, নবাব বাড়ি চৌমুহনী, উত্তর কালিয়াজুড়ির কোরের পাড়, ছোটরা, দক্ষিণ চর্থা, বিষ্ণপুরের একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সিটি করপোরেশনে এগুলো নিয়ে ১১ জন আক্রান্ত হয়েছেন। সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর পর তার দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লার সদর উপজেলার দৌলতপুরের আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শহরের ঝাউতলার গ্রামীনফোন অফিসের পিছনে তিনজন ও শহীদ শামসুলহক সড়কে একজন করোনাভাইরাস পজিটিভ রোগী পাওয়া গেছে। বাড়িগুলো লকডাউন করা হয়েছে । দাউদকান্দি উপজেলায় নতুন করে ৩ জন করোনায় অাক্রান্ত হয়েছে ৷ দাউদকান্দি উপজেলা পরিষদের দারোয়ান, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও বারপাড়া ইউনিয়নের ২ বছরের শিশু ৷উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর অালম সুমন এ তথ্য নিশ্চিত করেন। তারা নিজের অজান্তে অন্যের সংস্পর্শে এসে সংক্রামিত হয়। বুড়িচং উপজেলায় নতুন করে একইদিনে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ৮জনের করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু নিশ্চিত করে জানান,করোনা ভাইরাসে আক্রান্ত ৮জনের রিপোর্ট এসেছে পজিটিভ। বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: সাজ্জাদ হোসেন,আরাগ আনন্দপুর বদির আলম (৫০),সাদকপুর নেয়ামত উল্লাহ (৩৭) বদিরুজ্জামান (৪০), আনোয়ারা বেগম(৫৭),কামরুল হাসান (৩৫),সালমা আক্তার(৩২),হরিপুর তাছলিমা আক্তার। এছাড়াও উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ করোনা আক্রান্তত,শনিবার বুড়িচং জরুইন গ্রামের ও বুড়িচং সগরের পল্লী চিকিৎসক ডাক্তার বিল্লাল হোসেন ঢাকা আনোয়ারা হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে মৃত্যুবরণ করেন।এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে ৩শ অধিক। আক্রান্ত ২৫ জন,সুস্থ হয়েছে ৮ জন।দেবিদ্বার উপজেলায় ৬ জন পজিটিভ। এরা হলেন-
শিশু মাতৃ হাসপাতালের কর্মচারী ২ জন মহিলা,
বানিয়াপাড়া ১ জন পুরুষ,
মহিলা কলেজ রোড ১ জন পুরুষ,
ওয়াহেদপুর ১ জন পুরুষ এবং
দেবিদ্বার এপোলো হাসপাতালেরর স্টাফ ১ জন পুরুষ।
এখন পর্যন্ত দেবিদ্বারে পজিটিভ ১২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের এবং সুস্থ হয়েছেন ২১ জন। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন, ঢাকায় ৩ জন, কুমিল্লা সিএমএইচে ১ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ আহাম্মদ কবীর ।
, মেঘনায় উপজেলায় দুই পরিবারের আট জন করোনায় আক্রান্ত ।২৪ মে রবিবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জালাল হোসেন জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের মুগাচর গ্রামে ঢাকা ফেরত একই পরিবারের ৫ সদস্যদের মধ্যে ৩ জনের করোনা রির্পোট পজিটিভ এবং গোবিন্দপুর ইউনিয়নের হিজলতলী গ্রামের ঢাকা থেকে আগত একই পরিবারের ৬ সদস্যের মধ্যে ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ১ জন পুরুষ এবং ৭ জন মহিলা রয়েছে। এনিয়ে মেঘনা উপজেলায় ১০জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১ জন চান্দিনায় ২২, মুরাদনগরে ৮ জন, মেঘনায় ৮জন, দেবীদ্বারে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, সদর ও লাকসামে ৩ জন করে, তিতাস, ব্রাহ্মণপাড়ায় ২ জন করে, হোমনা, মনোহরগঞ্জে একজন করে আক্রান্ত ।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এই পর্যন্ত জেলা থেকে ৭১৩৫ টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬৪৪৫ জনের। এই রিপোর্ট অনুযায়ী পজেটিভ এসেছে ৬০৭ জনের। আজ রোববার মুরাদনগরে ২ জন সহ মোট সুস্থ হয়েছে ৯০ জন। আর আজ একজন সহ এই পর্যন্ত মারা গেছে ২০জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status