বাংলারজমিন

সেনাবাহিনীর এক মিনিটের ঈদ বাজার: সহায়তা পেলেন সাড়ে ১০ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে

২৪ মে ২০২০, রবিবার, ৬:১৫ পূর্বাহ্ন

কুমিল্লার চান্দিনা ও নিমসারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত হয়েছে বিনামূল্যে দুইটি ‘এক মিনিটের ঈদ বাজার’। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং নিমসার জুনাব আলী কলেজ, কুমিল্লা এই দুইটি স্থানে রবিবার দুপুর ১ টায় এ বাজার শুরু হয়।
সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের ৩১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ও এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন এর উদ্যোগে পরিচালিত হয়েছে এ ঈদ বাজার।
চান্দিনা ও নিমসারের ১ হাজার ব্যক্তিকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হয়েছে। জানা যায় , বিভিন্ন টেবিলে প্রত্যেক পরিবারের জন্য সাজানো আছে পাঁচ কেজি চালের প্যাকেট, দুই কেজি ডাল, চিনি, তেল, আটা, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ, লালশাক, ঢেড়স, বেগুন, লাউ, টমেটো এবং সকল বয়সের পুর¦ষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন রকমের ঈদের পোষাক। নির্দিষ্ট ক্রেতারা বাজারে প্রবেশ করার সময় স্বাস্থ্যবিধি অনুযায়ী হাত ধুয়ে নিয়েছেন এবং মাস্ক পরিধান করেছেন। বাজারে আগত বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও শিশুদের বাজার করতে সার্বক্ষণিক সহায়তা প্রদান করেছেন সেনা সদস্যরা। ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ৬টি জেলায় একই ধরনের ৬টি অনুষ্ঠানের মাধ্যমে সাড়ে ১০ হাজার অসহায়, দুস্থ ও গরিব পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ, নগদ টাকা, কাপড় ও নানাবিধ উপহার সামগ্রী প্রদান করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিট কর্তৃক প্রান্তিক কৃষকদের মাঝে এখন পর্যন্ত  ৩ হাজার পরিবারের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিভিন্ন জেলায় সর্বমোট ১৬টি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ৩ হাজারের অধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনীর ১ হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং উল্লেখ্যযোগ্য সংখ্যক ক্ষতিগ্রস্থ ঘর সংষ্কার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সকল সদস্য বর্তমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ্য ও দরিদ্রদের পাশে দাড়িয়ে সহায়তা প্রদানে সর্বদা বদ্ধ পরিকর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status