বিনোদন

ঈদ উৎসবে ‘উইন্ড অব চেঞ্জ’ এর নতুন সিজন নিয়ে গানবাংলা

স্টাফ রিপোর্টার

২৪ মে ২০২০, রবিবার, ৫:৫৯ পূর্বাহ্ন

প্রতিবারের মতো এবারো ঈদ বিনোদনে ‘উইন্ড অব চেঞ্জ’ এর নতুন সিজন নিয়ে হাজির হতে যাচ্ছে বেসরকারী টেলিভিশন চ্যানেল গানবাংলা। পাশাপাশি অন্তর্জালে তারকাবহুল ব্যতিক্রমী অনুষ্ঠানমালা প্রচার করতে যাচ্ছে দেশের একমাত্র সংগীতভিত্তিক এ চ্যানেলটি। এবার ‘উইন্ড অব চেঞ্জ’ সিজন-৬ এ প্রকাশ হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের, পাপন, অদিতি সিং শর্মা এবং বাংলাদেশের ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, শাহজাহান মুন্সী, বালাম, মিজান, তন্ময় তানসেন, লুইপা, পারভেজ, মাহতিম সাকিব এবং প্রয়াত কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর সর্বশেষ রেকর্ড করা একটি গান। গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে প্রতিবারের মতো এবারো বিশ্বের ২৭ দেশের স্বনামধন্য যন্ত্রশিল্পীরা অংশ নিয়েছেন এ বর্ণাঢ্য আয়োজনে। এর মধ্যে রয়েছেন যুক্তরাস্ট্রের রনথাল বাম্বলফুট, জার্মানির মার্কো মাইনম্যান, ভারতের শিবামনি, স্পেনের ড্যানিয়েল ক্যাসারেস, রোমানিয়ার অ্যামিডিউস ইলেকট্রিক কোয়টের্টসহ আরো অনেকে। টেলিভিশনে ঈদের তিনদিন প্রতিদিন রাত ৯টায় সম্প্রচারিত হবে উইন্ড অব চেঞ্জ সিজন-৬। এছাড়াও প্রথমারের মতো গানবাংলার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হবে এ সিজনের গানগুলো। ঈদ আয়োজনে শুধু ‘উইন্ড অব চেঞ্জ’-ই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গানবাংলার অফিসিয়াল পেইজ থেকে প্রচার হবে তিনটি তারকাবহুল অনুষ্ঠান। এসবের মধ্যে ‘ওয়ালটন ঈদ সেশান’ পাওয়ার্ড বাই মুসকান সল্ট-এ গান কথায় ঈদের প্রথমদিন উপস্থিত হবেন সংগীতশিল্পী আরেফিন রুমি, ঐশি ও কিশোর, দ্বিতীয় দিন- সংগীতশিল্পী তাশফি, পারভেজ ও নাদিয়া ডোরা, তৃতীয় দিন-মিলন মাহমুদ, লুইপা ও মেসবাহ আহমেদ। এছাড়াও ‘ইবিএল স্টার লাউন্জ’ এ ঈদের তিনদিন গান গাইবেন সংগীতশিল্পী ইমরান, বালাম, হৃদয় খান। ‘রবি রক অনলাইন’-এ থাকছে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড চিরকুট, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস এবং অদিতারিয়ান্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status