খেলা

ভারতের দর্শকরা এত জ্বালিয়েছিল মুশফিকদের!

স্পোর্টস রিপোর্টার

২৪ মে ২০২০, রবিবার, ১০:৫৬ পূর্বাহ্ন

গত নভেম্বরে ভারত সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সে সফরে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলে টাইগাররা। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বাজেভারে হারে মুমিনুল হকের দল। তবে ম্যাচজুড়েই ভারতীয় দর্শকরা স্লেজিং করে যান বাংলাদেশি ক্রিকেটারদের। বিশেষত, মুশফিকুর রহীমকে। গতকাল তামিম ইকবাল-মাশরাফি বিন মুর্তজা-মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমের অনলাইন লাইভ আড্ডায় উঠে আসে ইন্দোর টেস্টের প্রসঙ্গ।

বাজে অভিজ্ঞতা নিয়ে মুশফিক বলেন, ‘ইন্দোরে প্রথম টেস্ট ছিল। আমি তখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলাম। পরে ইমরুল গেছে, ইমরুলকেও ওরা এসব বলে। ইমরুল আমাকে বললো- দোস্ত এসব কী? আমি বললাম- ওরা এটাই করে, তুই যা এখন ওখানে। ইমরুলের সঙ্গে ফিল্ডিং অবস্থান বদলে ফেলি আমি।’

স্লেজিংয়ের তীব্রতা বর্ণনা দিতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘মুশফিক ফাইন লেগের দিকে ফিল্ডিং করছিল। দর্শকরা সারাক্ষণই দেখি তাকে এটা ওটা বলছে। এ কারণে আমি আর ওই পাশে যাইনি।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতীয় দর্শকদের চক্ষুশূলে পরিণত হন মুশফিক। গ্রুপ পর্বে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচে দলকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন মুশি। শেষ ওভারে চার মেরে জয়ের কাছাকাছি পৌঁছে যাবার পর উচ্ছ্বাস করেন তিনি। কিন্তু এরপর আউট হয়ে যান। শেষ পর্যন্ত ম্যাচটা নাটকীয়ভাবে ১ রানে হেরে যায় বাংলাদেশ। এ নিয়ে ম্যাচের পর ভারতীয় দর্শকদের ট্রলের শিকার হন মুশফিক। এমনকি ভারতীয় ক্রিকেটাররাও তাকে খোঁচা দিতে ছাড়েননি। মুশফিকও মনে ক্ষোভ পুষে রাখেন। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের পর ফেসবুকে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তাতে আরও তেতে যায় ভারতীয়রা।

তামিম বলেন, ‘ক্রিকেটের ইতিহাসে এমন (ম্যাচের আগেই জয়োল্লাস) হাজারটা ঘটনা আছে। আমরা সেদিন হেরে গেছি দেখে ব্যাপারটায় সবাই মনোযোগ দেয়। না হারলে এসব সামনে আসতো না।’

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status