কলকাতা কথকতা

কলকাতা কথকতা

এমন বিষন্ন ঈদ কলকাতা আগে দেখেনি, বিবর্ণ মেহেন্দি, আলোর জৌলুশ নেই

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৪ মে ২০২০, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

করোনার মৃত্যূছোবল, তার সঙ্গে আম্ফানের তাণ্ডব ৷ দুইয়ের সাঁড়াশি আক্রমণে ধর্মপ্রাণ মুসলমানদের সেরা উৎসব ঈদ উল ফিতর যেন এক বিষন্নতায় পরিণত হলো ৷ কলকাতা এর আগে কখনো অমন বিষন্ন ঈদ দেখেনি ৷ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঈদের আলোকসজ্জা নেই, নেই ঈদের বাজারে সেই প্রাণবন্ততা ৷ কিশোরীরা হাতে চিত্র বিচিত্র মেহেন্দি লাগাচ্ছে সংগোপনে ৷ সেই মেহেন্দিও যেন বিবর্ণ ৷ দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়ে দিয়েছেন সোমবার ঈদ পালিত হবে ৷ ঈদের আগে এ কোন কলকাতা? চাঁদনী চকের ফল মার্কেটে প্রতিবছর ঈদের দুদিন আগে তরমুজ নিয়ে বসেন মোহাম্মদ কুরবান ৷ এবার সাতদিন আগেও তরমুজের বিক্রি তলানিতে ৷ আম্ফানের পর তো কারবারই গুটিয়ে নিয়েছেন কুরবান ৷ ঝড়ের দাপটে কলকাতা এতটাই বিধ্বস্ত যে ঈদ মানানোর মনই নেই কলকাতার ৷ করোনার কারণে গোটা বিশ্বে এবার ঈদ উৎসব ঘরবন্দি ৷ কলকাতাতেও তাই৷ কলকাতার রেড রোডে প্রতিবার ঈদে নামাজ পাঠ করা হয় সম্মিলিত ভাবে ৷ পঞ্চাশ হাজার মানুষের ভিড় হয় ৷ এবার করোনার কারণে ঈদের নামাজ হচ্ছে না ৷ মন ভারাক্রান্ত ফজলুর রহমানের ৷ রেড রোডে ঈদের নামাজ পাঠ করান তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নামাজ পাঠ করেন ৷ এবার আর তার কিছুই হবেনা ৷ ঈদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী একটি লিখিত বিবৃতিতে এবার সবাইকে ঘরে বসে ঈদ এর প্রার্থনা করতে বলেছেন৷ তৃণমূল জানিয়েছেন, করোনা সংক্রমণের সম্ভাবনা আছে ৷ কেউ মসজিদে যাবেন না ৷ মসজিদ থেকে ইমাম সাহেব অথবা মুয়াজ্জেমরা নামাজের ডাক দেবেন ৷ ঘরে বসেই নামাজ পড়ুন ৷ তিনি বলেছেন, প্রতিবার তিনি রেড রোড এর নামাজে অংশ নেন ৷ এবার নেয়া হবেনা বলে তাঁর মনেও কষ্ট আছে ৷ কলকাতার সচেতন মুসলমানেরা ঈদ উৎসবের আগে শেষ শুক্রবারের পবিত্র নামাজ জামাত উল বিদা পড়তেও মসজিদে যাননি ৷ ঈদের জন্যে কিছু কিছু দোকানপাট খুললেও ভিড় প্রায় নেই বললেই চলে ৷ করোনা এবং আম্ফানের জোড়া ফলায় যেন বিদ্ধ ঈদ উৎসব ৷ এবার ধর্মীয় সমাবেশ, মেলামেশা, কোলাকুলি সব বন্ধ করোনার কারণে ৷ ঈদের মহাভোজে হালিম, টাংরি কাবাব, মুর্গ কোর্মা, শাহি বিরিয়ানি, শির খুরমা আর মিঠি সেভিয়ান থাকেই থাকে৷ এবার কলকাতার ঈদে মশলার সেই খুশবু নেই ৷ করোনা আর আম্ফান কলকাতার ঈদকে নিষ্প্রভ করে দিয়েছে ৷ কলকাতায় যেন ডাঁটা চচড়ি দিয়ে বিরিয়ানি রাঁধছে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status