বাংলারজমিন

চাল চু‌রির অভিযোগ করায় জে‌লে‌কে কোপালো চেয়ারম‌্যা‌নের লোকজন

বরগুনা প্রতিনিধি

২৩ মে ২০২০, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

বরগুনা সদ‌রের নলটোনা ইউনিয়ন চেয়ারম‌্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ দেওয়ায় মানিক (৩৬) নামের এক জে‌লেকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল্লাহ (২৫) নামের আরও একজন।
শুক্রবার (২২ মে) রাত‌ে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গণকবর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ জানান, তিনিসহ মোট ৩০ জন জেলে নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবীরের বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবর জেলেদের চাল আত্মসাতের লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর থে‌কে বিভিন্ন সময়ে চেয়ারম্যানের লোকজন হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার সময় চেয়ারম্যানের ভাইয়ের ছেলে মিজান ও সোহাগ উপস্থিত ছিলেন। মোটরসাইকেলের গতিরোধ করেই চেয়ারম্যানের ক্যাডার কালা শহীদ ও মুছা শহীদ চাল চুরির অভিযোগ দিয়েছি কেন এ কথা বলেই শহীদের নেতৃত্ব মিজান ও সোহাগ সোহেল, তানজিল, তুষার নিজামসহ কয়েকজন তাদের আবদুল্লাহকে মারধর করতে থাকে।
আবদুল্লাহকে বাঁচাতে এগিয়ে এলে কালা শহিদ ও মুছা শহীদ ধারালো অস্ত্র দিয়ে মানিককে এলোপাতারি কুপিয়ে যখম করে।
খবর পেয়ে স্বজনরা মানিক ও আবদুল্লাহকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকদের পরামর্শে মানিককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নীহার রঞ্জন বৈদ্য জানান, মানিকের কাঁধ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে যখম হয়েছে।
আবদুল্লাহর অভিযোগ, চেয়ারম্যানের ইন্ধনে তার ভাইয়ের ছেলে মিজান ও সোহাগের পরিকল্পনায় কালা শহীদ ও মুছা শহীদের নেতৃত্বে তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান গোলাম কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাইয়ের ছেলেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনাটি মূলত মাদককেন্দ্রীক বিরোধে ঘটেছে। রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাকে পুঁজি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বরগুনা থানার ও‌সি আবির হোসেন মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status