করোনা আপডেট

কুমিল্লায় নতুন করে ডাক্তারসহ ৩৪ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২২ মে ২০২০, শুক্রবার, ৬:১২ পূর্বাহ্ন

কুমিল্লা নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬৩ জনে পৌঁছেছে।  এছাড়া আজ নতুন করে  কোন মৃত্যু নেই।  ফলে মৃত্যু ১৭ জন রয়ে গেছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের এক ডাক্তারসহ হাসপাতালের ৭ জন নার্স ও ক্লিনার করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২০ মে কুমিল্লা শহরের বজ্রপুরের ইউসুফ স্কুলের পূর্বপাশের বাসায় লক্ষণ উপসর্গ নিয়ে মারা যাওয়া বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী আবদুল কুদ্দুসের পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে সদর দক্ষিণের হেমজুরা গ্রামে রয়েছেন।
শহরের ঝাউতলা সিভিক ভবনের একজন করোনায় আক্রান্ত। শহরে চকবাজারের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ২ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, মুরাদনগরে ১৬ জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে ২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ ৭ জন করোনায় আক্রান্ত ।    আজ সুস্থ্য হয়েছেন ৪ জন।  কেউ মারা যায় নি। সুস্থ্য হওয়া সবাই দেবিদ্বারের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status