বাংলারজমিন

২৫০ পরিবারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২২ মে ২০২০, শুক্রবার, ৫:৫৪ পূর্বাহ্ন

কর্মহীন ও হতদরিদ্র ২৫০ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে ব্রাহ্মণাড়িয়া জেলা পরিষদ। শুক্রবার জেলা শহরের পি.টি.আই স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরিষদের ২০ জন সদস্যের মাধ্যমে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে  জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসির নির্দেশনায় জেলা শহরের সরকারপাড়া, কাজীপাড়া, মোড়াইল, পৈরতলা, গোকর্ণঘাট, শিমরাইলকান্দি ও ভাদুঘর এলাকার এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়া ভাড়ায় চালিত মাইক্রো চালক,জেলার নবীনগর নৌপথে চলাচলকারী স্প্রীডবোট চালকদের মাঝেও মানবিক সহায়তা বিতরন করা হয়। খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা (উপসচিব) মো. আমিনুল ইসলাম। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রকৌশলী  মো. আবদুল হামিদ, উপ সহকারি প্রকৌশলী আল বাক্কী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status