বাংলারজমিন

কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে ঈদ বাজার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২২ মে ২০২০, শুক্রবার, ৫:৫১ পূর্বাহ্ন

করোনা দূর্যোগে মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা অস্বচ্ছল দরিদ্র ও এতিমদের মাঝে ঈদ পোষাক ও খাদ্য দ্রব্য বিতরণ করেছে।
অস্বচ্ছল দরিদ্র ও এতিমদের ঈদ বাজারের মাধ্যমে বিনামূল্যে ঈদ সামগ্রী, ঈদ পোষাক ও খাদ্য দ্রব্য বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া। শুক্রবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সেনাবাহিনীর উজ্জীবিত ৩১ এর আয়োজনে ঈদ বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব দ্রব্যাদি বিতরণ করা হয়। বিতরণ সেনাবাহিনীর বিনা মূল্যে ঈদ বাজার মহানগরের ৬৪০ জন অসহায় ও এতিমদের নিয়ে ঈদ বাজারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া। এ বাজার থেকে গ্রাহকরা ঈদের জন্য প্রয়োজনীর মুদিমাল ও কাঁচা বাজার (চাল, সেমাই, ডাল, আটা, টমেটো, শসা, আলু, পেয়াজ, সাবান, তেল, ঢেড়শ, বরবটি, আলু, মসল্লাসহ ১৮টি খাদ্য উপকরণ) সংগ্রহ করে। এছাড়া ঈদের শাড়ি, পাঞ্জাবি, টিশার্ট ও ছোটদের জামাকাপড় সংগ্রহ করে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে এই বিনামূল্যের এই বাজার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম।

তিনি জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই ঈদবাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে হয়তো অনেককে খুশি করা যাচ্ছেনা - কিন্তু সীমিত সংখ্যক মানুষকে হলেও খুশি করা সম্ভব হয়েছে। এছাড়া তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাজার করা শেখানো হচ্ছে।
তিনি আরো বলেন, করোনার প্রভাব থেকে বাচঁতে হলে যতটা সম্ভব চেষ্টা করুন ঘরে থাকার জন্য। নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন এবং অপরকে নিরাপদে থাকতে দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status