বাংলারজমিন

তাহিরপুরে নার্স ও টেকনিশিয়ানসহ করোনায় আক্রান্ত ৩

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২২ মে ২০২০, শুক্রবার, ৫:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে সিনিয়র নার্স টেকনিশিয়ানসহ আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স একজন, বাদাঘাট পুপুলার ডায়াগনোষ্টিক ও ডক্টর চেম্বারের টেকনিশিয়ান একজন ও তাহিরপুর সদর ইউনিয়নের একজন বাসিন্দা। ১৭ই মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাদের ফলাফল পজিটিভ আসে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।
জানা যায়, চলতি মাসের ২০শে মে উপজেলার ১২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গত ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন এবং ২১ মে আরো ৩ জনের ফলাফল পজিটিভ আসে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ বিষয়ে বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন আক্রান্তদের মোবাইল ফোনে যোগাযোগ করে সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আপাতত তাদেন নিজ বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে, পর্যায়ক্রমে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status