বাংলারজমিন

রূপগঞ্জে করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের দায়িত্ব নিলেন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২১ মে ২০২০, বৃহস্পতিবার, ৩:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের ভরনপোষণসহ চিকিৎসার সকল দায়ভার গ্রহন করেছেন স্থানীয় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এছাড়া সরকারি সহায়তায় পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৪‘হাজার বাসিন্দাকে ঈদ উপহার পৌছে দিয়েছেন তিনি। জানা যায়, মহামারী করোনায় ইতিমধ্যে উপজেলায় প্রায় ১৭২ জন ব্যক্তি আক্রাস্ত হয়েছেন। এরমধ্যে ভোলাবো ইউনিয়ন পরিষদের একমাত্র আক্রান্ত ব্যক্তি ভোলাবো পশ্চিমপাড়ার বাসিন্দা ও পল্লী চিকিৎসক সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে ভক্ত চন্দ্র দাসকে পারিবারিকভাবে লকডাউনে রাখা হয়। বাড়ি লকডাউনের ফলে পরিবারের লোকজনের খাওয়া দাওয়াসহ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত হয়ে পরে। এ অবস্থায় ভালাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু আক্রান্ত পল্লী চিকিৎসকের ভরনপোষনসহ চিকিৎসার সকল দায়ভার গ্রহন করেন। এছাড়া তিনি সরকারি সহায়তায় পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৪‘হাজার বাসিন্দাকে ঈদ উপহার পৌছে দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status