খেলা

ছেলের জন্য নিজের জীবন বিসর্জন দিলেন তিনি

স্পোর্টস ডেস্ক

২০২০-০৫-২১

লকডাউন শেষে খুলে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনিস সমুদ্র সৈকত। অনেকদিন পর পাওয়া সুযোগে সমুদ্র স্নানে নেমেছিলেন ডব্লু ডব্লুইর সাবেক তারকা শাড গ্যাসপার্ড ও তার ছেলে। গভীর পানিতেও ছিলেন না তারা। কোমর সমান পানির গভীরতায় ১০ বছরের ছেলে আরিয়াহকে নিয়ে সাঁতার কাটছিলেন গ্যাসপার্ড। হঠাৎই বড় এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় বাবা-ছেলেকে। ৭৫ গজ দূরে থাকা একজন লাইফগার্ড সঙ্গে সঙ্গে নেমে পড়েন তাদের বাঁচাতে। ২ মিটারের বেশি উঁচু ঢেউয়ের মাঝে দুজনকে বাঁচানোর জন্য 'রেসকিউ ক্যান' বাঁধার চেষ্টা করেন ওই লাইফ গার্ড। কিন্তু ১০ বছরের আরিয়েহ কোনোভাবেই বাঁধতে পারছিল না সেটা। তখনই গ্যাসপার্ড আগে ছেলেকে বাঁচানোর অনুরোধ করে বলেন, ‘আমার ছেলেকে বাঁচান, আগে ওকে বাঁচান।’

সৈকতের ওই অংশের লাইভগার্ড প্রধান কেনিচি হ্যাসকেট হৃদয়বিদারক সেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘লাইফগার্ড আরিয়েহকে তীরে এনেই আবার গিয়েছিলেন গ্যাসপার্ডের জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি, '৬০ সেকেন্ডের মধ্যে লাইফগার্ড ফিরেছিল গ্যাসপার্ডকে আনার জন্য। তাকে দেখেছিল কিন্তু একটা ঢেউ এসে ধাক্কা দিয়ে পানির নিচে পাঠিয়ে দিল গ্যাসপার্ডকে।’

এরপর ৩৯ বছর বয়সী গ্যাসপার্ডকে খুঁজতে সাতটি উদ্ধার অভিযান চালানো হয়। তবুও খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজের ইতি টানেন কর্মীরা। বুধবার একজনের মৃতদেহ সাগর থেকে ভেসে আসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ও ফায়ার সার্ভিস সেটা গ্যাসপার্ডের বলে নিশ্চিত করেছে।

২০১০ সাল পর্যন্ত ডব্লু ডব্লুইর সঙ্গে যুক্ত ছিলেন গ্যাসপার্ড। এরপর পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status