খেলা

‘মোহাম্মদ শরীফ ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

২১ মে ২০২০, বৃহস্পতিবার, ৪:২৯ পূর্বাহ্ন

করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের উদ্যোগ দারুণ ভাবে প্রশংসিত হয়েছে। শুধু সাকিই নয় মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরাও নিজেদের উদ্যোগে দরিদ্র মানুষের  পাশে দাািড়য়েছেন। দীর্ঘদিন গৃহবন্দী থাকায় দেশের মধ্যবিত্ত মানুষের অবস্থা ভালো নয়। এসব মধ্যবিত্ত মানুষের পাশে দাড়াতে আজ থেকে যাত্রা শুরু করছে ‘মোহাম্মদ শরীফ ফাউন্ডেশন।’  
আজ সকাল ১১ টায় নিজ শহর নারায়ণগঞ্জের জেলাপ্রসাশকের বাসভবনে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হবে। জাতীয় দলের সাবেক পেসার শরীফ বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত কওে বলেন, ‘আমার নামেই আজ থেকে একটি ফাউন্ডেশন শুরু হচ্ছে। এটি উদ্বোধন করবেন নারায়ণগঞ্জের জেলা প্রসাশক মো:  জসিম উদ্দিন  ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটু। মূলত আমরা মধ্যবিত্ত মানুষের পাশে দাড়াতে এই উদ্যেগ নিয়েছি। কারণ দেখেন দেশের গরীব যারা আছেন তারা কিন্তু নানা ভাবে সহযোগিতা পাচ্ছেন। কিন্তু এমনও মানুষ আছে যারা বলতে পারছেনা। আমরা তাদের সাহায্যেই এগিয়ে যাবো। সেই সঙ্গে নিন্ম আয়ের মানুষেরও সাহায্য করা হবে। করোনার এই সময়টাতে আমরা চাই কেউ যেন কষ্টে না থাকে।’
আজ উদ্বোধন হওয়ার পরই মোহাম্মদ শরিফ ফাউন্ডেশন বিকেলে ৩০০ ক্ষতিগ্রস্ত মানুষকে নানা সহযোগিতা প্রধান করবেন। নারায়ণগঞ্জের সন্তান জাতীয় দলের এই সাবেক পেসারের উদ্যোগের পাশে দাড়িয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী ও চাকুরীজীবী। এ বিষয়ে শরীফ বলেন, ‘আমরা কাল (আজ) সকালে ফাউন্ডেশন উদ্বোধনের পর থেকেই কাজ শুরু করবো। বিকেলে ৩০০ মানুষকে নানা ভাবে সহযোগিতা করা হবে। এই জন্য আমার পাশে আছেন বেশ কয়েক জন ব্যবসায়ী ও চাকুরীজীবী। এর মধ্যে অন্যতম হলেন ফারুক  হোসেন ও ফয়সাল আমিন। এছাড়াও অনেকেই আছেন যাদের না প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি সকলকে এমন উদ্যোগে আমার পাশে থাকায় ধন্যবাদ জানাই। আর ঈদের আগে প্রথমিক ভাবে যতটা পারছি করবো। এরপরও আমাদের কার্যক্রম চলতে থাকবে পরিস্থিতি বুঝে।’  
মোহাম্মদ শরীফ ১৯৮৫ তে নারায়নগঞ্জে জন্মগ্রহন করেন। ২০০০ সালে তার দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০০১  এ তার টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়।  এই পেসার খেলেছেন ১০ টেস্ট ও ৯ ওয়ানডে ম্যাচ। এছড়াও  খেলেন ১৩২টি প্রথম শ্রেণির ম্যাচ। এরই মধ্যে অবশ্য তিনি চার দিনের ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন। হয়তো সুযোগ পেলে খেলবেন ঢাকা লীগে। তা না হলে ক্রিকেটকে একেবারে বিদায় বলে দিবেন। তবে থাকবে ক্রিকেটের পাশেই। তিনি চান কোচ হয়ে নিজের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status