বাংলারজমিন

ওসমানীনগরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ঈদ উপহার প্রদান

ওসমানীনগর( সিলেট) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ১১:১১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের জনগণ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। এ সংকট থেকে উত্তোরণে সরকারের গৃহিত নানা পদক্ষেপে সাধারণ মানুষ সমর্থন দিয়েছেন বলেই দেশ এখনো তেমন সমস্যায় পড়েনি। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সবাই সচেতন থাকলে করোনা বীর বাঙালিদের কিছুই করতে পারবে না।
তিনি বুধবার (২০ মে) দুপুরে সিলেটের ওসমানীনগরে শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সাংবাদিকদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন।
স্থানীয় দয়ামীরে ওসমানী স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে দেশ শত্রু মুক্ত করেছিলেন, এবার আমরা সবাই করোনাযোদ্ধা হয়ে দেশকে বিপদ মুক্ত করবো। এ যুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অপরিশীম। তারা তাদের কলমে সত্যিকার সমাজচিত্র ফুটিয়ে তুলেন। বর্তমান করোনা সংকটেও তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের অবদানের কথা দেশ-জাতি মনে রাখবে।
আফরোজুল হকের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ - সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজামাল আহমদ, দয়ামীর ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status