বাংলারজমিন

অসহায় মানুষের পাশে আর-রাফি ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০ মে ২০২০, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬শে মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেন। এতে কর্মহীন পড়ে দিন আনে দিন খায় এমন মানুষ। খাবার সংকট দেখা দেয় কর্মহীন অসহায় মানুষের ঘরে। দুর্যোগময় এই মুহুর্তে ‘মানবিকতায় মানুষের কল্যাণে’ লক্ষ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আর-রাফি ফাউন্ডেশন। সর্বশেষ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শাহজাদপুর বাসস্ট্যান্ডে ৩৫০ অসহায় পরিবারের মাঝে ৭দিনের সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরমধ্যে ছিল পোলাও চাল, চিনি, সয়াবিন তৈল, লাচ্ছা সেমাই। এসময় উপস্থিত ছিলেন আর-রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুমা ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন, ট্রাষ্টি বোর্ডের সদস্য রিয়াকা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ খান, রচি ইসলাম, সজিবুল আবেদীন নয়ন, কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন, ইয়ার হোসেন, সদস্য সৈয়দা গুলশান আরা রিনা, রেশমা, রিমা, সাদমি, রিদোয়ান।

এর আগে ৪ঠা এপ্রিল বগুড়া সদরে ২৫টি পরিবারকে ৭দিনের এবং ৭ই এপ্রিল ঢাকার উত্তারায় ৭০টি পরিবারকে ১০ দিনের সমপরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। ১০ এপ্রিল ও ১৮ই এপ্রিল ঢাকার শাহজাদপুর এলাকায় ৫০টি পরিবারের মাঝে দুই দফা রান্না করা খাবার বিতরণ করা। ২৩শে এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে ১০ দিনের সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৩ই মে একই ওয়ার্ডে ১৫০টি পরিবারের মাঝে ৩-৪ দিনের কাঁচাবাজার বিতরণ এবং ১৪ মে উত্তরা ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে ১৬০টি বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া প্রথম দিকে ফাউন্ডেশন পক্ষ থেকে গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা হিসেবে প্রথমবারের মতো ময়মনসিংহে একটি টিউব ওয়েল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্থাপন করা হয়।
আর-রাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমা ইসলাম বলেন, সমাজসেবা, গরীব-দু:খী মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করার উদ্দেশ্যে গত বছরের ৪ঠা সেপ্টেম্বর ফাউন্ডেশনটি গঠন করা হয়। কিন্তু আনুষ্ঠাতিকভাবে এখনো উদ্বোধন হয়নি। আগামী জুনের ২৮ তারিখ আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হবে। তবে গত ১ মাসে প্রায় ১৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাঁচাবাজার সরবরাহ করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আত্মমানবতার সেবায় আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status