বাংলারজমিন

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে লক্ষ্মীপুরে নিমাঞ্চল প্লাবিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

২০২০-০৫-২০

ঘূর্নিঝড় আমফানের প্রভাবে লক্ষ্মীপুরে গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এ দিকে রামগতির চরগজারিয়া, বয়ারচর, চর আবদুল্লাহ,বড়খেরী, চরআলগীসহ কয়েকটি এলাকার লোকালয়ে পানি ডুকে পড়েছে। এতে করে প্লাবিত হয়েছে নিমাঞ্চল। রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৫টি ইউনিয়নের ১১টি গ্রামের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। তবে সময় যত বাড়ছে মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫/৬ ফুট বৃদ্ধি পাচ্ছে। পুরোপুরি ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ইতিমধ্যে ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আশ্রয়নকেন্দ্রে রাখা হয়েছে। অন্যদেরও আনার চেষ্টা চলছে। ৬৬টি মেডিকেল টিম ও ২০০ আশ্রয়নকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১’শ টন চাল, ২ হাজার বস্তা শুকানো খাবার ও নগদ তিন লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status