বাংলারজমিন

হবিগঞ্জে ২১০০ পরিবারে ত্রাণ সামগ্রী দিলেন বিএনপি নেতা মুকিব

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২০ মে ২০২০, বুধবার, ২:১৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ২১০০' অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আর কর্মহীন এসব শ্রমজীবী মানুষের এই দুঃসময়ে বরাবরের মতো মহানুভবতার হাত বাড়িয়ে দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।

মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে ধারণ করে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার ২০মে বানিয়াচং উপজেলায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে সোমবার (১৮ মে) দুপুরে আজমেরীগঞ্জ শিবপাশা আহমদ আলী মুকিবের নিজ গ্রাম থেকে শুরু করে উপজেলার প্রতিটি গ্রামে হতদরিদ্র, খেটে খাওয়া ও অসহায় মানুষের মাঝে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে অসহায় দরিদ্র মানুষের কাছে ত্রান পৌছে দেওয়া হয় ।

এ বিষয়ে টেলিফোনে আহমদ আলী বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তাই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আবার খাদ্যসামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবো।’

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং বি এন পির আহবায়ক লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বসির আহমেদ, যুগ্ম আহবায়ক, ওয়ারিশ উদ্দিন খান, এড আব্দুল কাদির, সালাউদ্দিন ফারুক ছাত্র নেতা মোবাশ্বির আহমদ মজনু, শরীফ ঠাকুর
বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান বলেন দুঃসময়ে বানিয়াচং আজমিরীগঞ্জ অসহায় মানুষের পাশে থাকার জন্য আহমদ আলী মুকিবকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বানিয়াচং উপজেলা বিএনপি আহমদ আলী মুকিব খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status