করোনা আপডেট

মাধবদীতে করোনায় স্বামীর মৃত্যুর একদিনের মাথায় স্ত্রীর মৃত্যু

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ১:৫৮ পূর্বাহ্ন

মাধবদীতে করোনায় আক্রান্ত হয়ে হাজী শরীফ হোসেন মোক্তার (৫৭) নামে এক দলিল লিখকের মৃত্যুর একদিনের মাথায় তার স্ত্রী সামিউন বেগম (৫১)ও মৃত্যূবরণ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত দম্পতি সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুর গ্রামের বাসিন্দা।

মৃত সামিউন বেগম মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের বড় বোন।

পরিবার সূত্রে জানা যায়, শরীফ মোক্তার ওপেন হার্ট সার্জারীর রোগী ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি, পুরনো রোগের চিকিৎসার জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করানো হয়। এতে তার রির্পোট পজেটিভ আসে। পরবর্তীতে হাসপাতালে তার সাথে থাকা স্ত্রীর মাঝেও কিছু উপসর্গ দেখা দিলে স্বামী-স্ত্রী দুজনকেই  আইসোলেশনে রাখা হয়। তবে নমুনা পরীক্ষায় সামিউন বেগমের রিপোর্ট নেগেটিভ আসে।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শরীফ মোক্তার মারা যান। একইদিন রাত ১০ টায় নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়ার উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। পরদিন মঙ্গলবার স্বামীর মৃত্যুর খবর শুনে দিবাগত রাত আড়াইটায় তার স্ত্রীও স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর
এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নরসিংদী জেলায় এ পর্যন্ত
মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩২৫ জনের।  করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের ।  এরমধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৬৬ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status