বাংলারজমিন

কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০ মে ২০২০, বুধবার, ১১:৪১ পূর্বাহ্ন

কক্সবাজারে ৯ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান আরও শক্তিশালী হচ্ছে। ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে আম্পান চার নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্র বন্দরকে ৯ নম্বর সতর্কতা সংকেত জারি রা হয়েছে। আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯ টার বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status