বিনোদন

হুমায়ূন আহমেদের সাত চলচ্চিত্র চ্যানেল আইতে

স্টাফ রিপোর্টার

২০ মে ২০২০, বুধবার, ২:৩২ পূর্বাহ্ন

গভীর বেদনায় আজ পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দের ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সঙ্গে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকুলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এর মধ্যে থাকছে বাংলা সাহিত্যের কিংবদন্তি গল্প ও উপন্যাসের স¤্রাট হুমায়ূন আহমেদ ক্লাসিক। হুমায়ূন আহমেদ নির্মিত ৫ চলচ্চিত্র এবং তারই গল্পে মেহের আফরোজ শাওন ও তৌকীর আহমেদ নির্মিত আরো দুটি চলচ্চিত্রসহ এ লেখকের মোট ৭টি চলচ্চিত্র চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। এসবের মধ্যে ঈদের দিন থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওন নির্মিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, রিয়াজ, তানিয়া আহমেদ প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ছবি ‘আমার আছে জল’ দেখানো হবে। এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মীম, মুনমুন আহমেদ, পীযূষ বন্দোপাধ্যায়, সালেহ আহমেদ, চ্যানেলঞ্জার প্রমুখ। ঈদের তৃতীয় দিন রয়েছে হুমায়ূন আহমেদের আলোচিত ছবি ‘শ্রাবণ মেঘের দিন’। এ ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মুক্তি, জাহিদ হাসান, গোলাম মোস্তাফা প্রমুখ। ঈদের চতুর্থ দিন প্রচারিতব্য ছবি ‘চন্দ্রকথা’তে অভিনয় করেছেন শাওন, ফেরদৌস, আসাদুজ্জামান নুর প্রমুখ। ঈদের পঞ্চম দিন দেখানো হবে হুমায়ূন আহমেদের গল্পে তৌকীর আহমেদ নির্মিত ছবি ‘দারুচিনি দ্বীপ’। অভিনয়ে মম, রিয়াজ, বিন্দু, ইমন, মুনমুন, মোর্শারফ করিম, আসাদুজ্জামান নুর, ডলি জহুর প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’। অভিনয়ে মাহফুজ আহমেদ, শাওন, রিয়াজ, ডঃ এজাজ, শবনম পারভীন প্রমুখ। ঈদের সপ্তম দিন ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবিটি দেখানো হবে। হুমায়ূন আহমেদ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন দিতি, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, চৈতি, রূপক, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status