বাংলারজমিন

গোয়াইনঘাটে বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ১২:১৬ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা বিএনপির তরফে ঘরবন্দি অসহায় মানুষজনদের মধ্যে সমাগত ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। নিতান্তই দুস্হ এমন পরিবারের তালিকা করে এই ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়ার মহতি উদ্যোগ নিয়েছে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্ব।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ ইউনিয়নের ঘর বন্দী মানুষের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা বিএনপি'র পক্ষ থেকে এই মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি চলমান করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ইতিপূর্বেও গোয়াইনঘাটের উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির মাধ্যমেও গোয়াইনঘাটের ঘরবন্দি অসহায় মানুষের মধ্যে মানবিক খাদ্য সামগ্রী ও ত্রাণ তৎপরতা পৌছে দেয়া হয়। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে  আবারো গোয়াইনঘাটের বিএনপি'র পক্ষ থেকে ঘর বন্দী অসহায় মানুষের মধ্যে শুরু হয়েছে। এরই আওতায় মঙ্গলবার বিকেল ৫টায়
গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সার্বিক তত্বাবধানে ও  লেংগুড়া ইউনিয়ন বিএনপির ব্যবস্হাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন  নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। উপজেলা বিএনপির তরফে ঈদুল ফিতরের এই ঈদ সামগ্রী বিতরণকালে এসময় উপস্হিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান,সদস্য জসিম উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব আহমেদ চেয়ারম্যান,সদস্য এম এম কামাল উদ্দিন,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন, কমর উদ্দিন, জাকারিয়া আহমেদ, বুলবুল  আহমেদ, এনামুল হক মেম্বার, রুবেল আহমেদ মেম্বার,শামীম আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল রহমান, ছাত্রদল নেতা আঃ জলিল, জাকারিয়া  পাপলু, রিয়াজ উদ্দিন, নিজাম, জসিম উদ্দিন  প্রমুখ। আগামি ৩দিনের ভেতরে অপরাপর ইউনিয়নে সরজমিনে পরিদর্শন স্বাপেক্ষ ঘরবন্ধি সহায় মানুষজনের মধ্য এই ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status