অনলাইন

নবাবগঞ্জ করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৯ মে ২০২০, মঙ্গলবার, ৭:২২ পূর্বাহ্ন


 করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জে কামাল উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম।

জানা গেছে, কামাল উদ্দিন উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন৷ দীর্ঘ ১০-১২ দিন যাবৎ হেমায়েতপুর ভাড়া বাসায় জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। শারীর অবস্থা উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলে যাত্রা পথেই মৃত্যু হয়৷ পরে তার স্বজনরা লাশ এলাকায় এনে দফন করতে চাইলে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক কাজ করে৷ পরে স্থানীয় লোকজন বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাকে অবগতি করলে লাশ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন৷

এবং করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তি এবং তার সাথে থাকা স্বজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়৷ এমনকি নমুনা সংগ্রহ শেষে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে ঐ ব্যক্তিকে গোসল করিয়ে জানাজা নামাজ পড়ানো হয়৷ গোসল শেষে লাশ তার এলাকায় পাঠানো হবে এবং দাফন করা হবে৷ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন৷

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, কামাল উদ্দিনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তিনি ১০-১২ দিন যাবৎ জ্বর, ঠান্ড ও কাশিতে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status