কলকাতা কথকতা

কলকাতা কথকতা

নিজের বায়োপিকে নিজের চরিত্রে অভিনয় করতে চান বিরাট, শর্ত একটাই

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-০৫-১৯

নিজের বায়োপিক হলে নিজের চরিত্রেই অভিনয় করতে চান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শুধু শর্ত একটাই, অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে থাকতে হবে। একটি ইনস্টাগ্রাম চ্যাটে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে এমনটাই জানালেন বিরাট। তিনি জানিয়েছেন, অনুষ্কা তাঁর জীবনে আসার পর জীবনটাই বদলে গেছে। তিনি নিজেও বদলেছেন। বিরাট সুনীলকে বলেছেন, অনুষ্কা একজন ভালো মানুষ। তার সংস্পর্শ অনেক দামি। সুনীল এর প্রশ্নের জবাবে বিরাট জানান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস মন্ত্র তাঁকে আবিষ্ট করে। ক্রিকেটের বাইরে রোনাল্ডো তাঁর রোলমডেল। বিরাট এবং সুনীল ছোটবেলার কথা বলতে গিয়ে নর্দমা থেকে বল কুড়িয়ে আনা এবং বাসের কন্ডাকটরকে টিকিট এর টাকা ফাঁকি দিয়ে বাস যাত্রার কথা বলেন। ইনস্টাগ্রামের এই আড্ডায় এই সময় ঢুকে পরে চোখ মটকে বলিউড ষ্টার রণবীর সিং বলেন, খেলার দুনিয়ার দুই আইকন বাস ভাড়া চুরি করতো, ভাবাই যায়না!
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status