বিশ্বজমিন

লকডাউনে সেরে যাচ্ছে বন্ধ্যাত্ব!

মানবজমিন ডেস্ক

২০২০-০৫-১৯

লকডাউনের সময় প্রাকৃতিকভাবে বন্ধ্যাত্ব থেকে সেরে উঠছেন নারীরা। এমনই বিষ্ময়কর ঘটনা ঘটছে ভারতের পুনেতে। শুধু নারীরাই নয়, শারীরিক নানা সমস্যার কারণে যেসব পুরুষ বাবা হতে পারছিলেন না, তাদের অনেকেই আবার সন্তান জন্ম দেয়ার সক্ষমতা ফিরে পেয়েছেন। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন।
এতে জানানো হয়, ভারতে ২৪ মার্চ থেকে লকডাউন চলছে। ফলে চিকিৎসা নিতে পারছিলেন না বন্ধ্যাত্বে ভোগা এক নারী। কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহে তিনি প্রাকৃতিক উপায়েই গর্ভধারণ করেন। এ জন্য তার আধুনিক ঔষধ ও ইঞ্জেকশনের প্রয়োজন ছিলো বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। কিন্তু বিস্ময়করভাবে তিনি স্বাভাবিকভাবেই গর্ভধারণে সক্ষম হয়েছেন। চিকিৎসক অমিত পাটানকর বলেন, আমাদের ৯ জন রোগী বিস্ময়করভাবে গত দুই মাসে চিকিৎসা ছাড়াই গর্ভধারণ করেছেন।
তবে চিকিৎসকরা এর পেছনে কিছু কারণ দাড় করিয়েছেন। এরমধ্যে রয়েছে, মানুষের স্ট্রেসের মাত্রা কমে আসছে। ফলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আবার বাড়ি থেকে কাজ করায় একে অপরকে বেশি সময় দিতে পারছে। এতেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status