বিশ্বজমিন

মিথ্যা ফ্লাগ অপারেশন চালাতে পারে ভারত- ইমরান খান

মানবজমিন ডেস্ক

১৮ মে ২০২০, সোমবার, ১১:৩৩ পূর্বাহ্ন

কাশ্মীরে স্বাধীনতা আন্দোলকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে এবং তাদেরকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে মিথ্যা ফ্লাগ অপারেশন চালাতে পারে ভারতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। রোববার এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন ডন। ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবৈধ সম্প্রসারণ ও শক্তির নৃশংস ব্যবহারের মাধ্যমে নিষ্পেষণমূলক ও অমানবিক আচরণের কথা উল্লেখ করে ধারাবাহিক টুইট করেন। তিনি এতে বলেছেন, মোদির আরএসএস ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে উদ্বুদ্ধ হওয়ার বিষয়টি খুব স্পষ্ট। প্রথমত, দখলীকৃত এলাকায় তারা বেআইনিভাবে সম্প্রসারণ ঘটিয়ে নিজেদের অধিকার জারির মাধ্যমে কাশ্মীরিদের অধিকারবঞ্চিত করছে। দ্বিতীয়ত, তিনমুখী পদক্ষেপে কাশ্মীরিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এর মধ্যে নৃশংসভাবে শক্তির ব্যবহার করছে ভারতীয়রা। তারা নারী ও শিশুদের বিরুদ্ধে বন্দুকের গুলিকে ব্যবহার করছে। ইমরান খান বলেছেন, অমানবিক লকডাউন আরোপ করেছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্য দিয়ে কাশ্মীরিদের তাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্য থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বঞ্চিত করা হচ্ছে। ভারত সরকার কাশ্মীরিদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ইমরান খান। তিনি বলেন, এর মধ্যে বেশির ভাগই যুবক শ্রেণির। তাছাড়া সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে কাশ্মীরকে বাকি বিশ^ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এরই মধ্যে বিদেশী মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক একশনকে জায়েজ করার জন্য দখলীকৃত কাশ্মীরে মিথ্যা ফ্লাগ অপারেশন চালাতে পারে ভারত। তবে এমনটা হলে পাকিস্তানও উচিত জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভারতের এমন মিথ্যার ভিত্তিতে একশন দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকে বৃদ্ধি করবে। এমনটা হলে তা বিশ্বের জন্য হবে উদ্বেগের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status