খোশ আমদেদ মাহে রমজান

মর্যাদা আর মহাসম্মানের রাত শবে কদর

মাওলানা এম. এ. করিম ইবনে মছব্বির

১২ মে ২০২০, মঙ্গলবার, ১২:০৫ অপরাহ্ন

কদর আরবি শব্দ। এর অর্থ মর্যাদা ও মহাসম্মান। এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। এখানে বলা প্রয়োজন, কেন এই রাতকে শবে কদর বা কদরের রাত বলা হয়। একজন বান্দা তার জীবনে বিশাল পথ অতিক্রম করেছে। আল্লাহর দেয়া অগনিত নিয়ামত ভোগ করেছে। অথচ আল্লাহর নির্দেশ মানেননি। আদেশ পালন করেননি। পাপের কলঙ্কে মুছে গেছে তার প্রকৃত অস্তিত্ব। সে আজ বড় অসহায়। এমন অভাগার জীবনেও যদি একটি লাইলাতুল-কদর আসে। সে যদি সে রাতে অতীতের সকল পাপ কাজের অনুশোচনার মন নিয়ে ইবাদত করতে পারে। সকল অপরাধ বর্জনের শপথ নেয়। আগামী জীবনে আর পাপ না করার সংকল্পে  দু'চোখে অনুতাপের অশ্রুবন্যা প্রবাহিত করে। হৃদয় খুলে তওবা করতে পারে। যদি কাটাতে পারে নিখুত ইবাদত সাধনায় এমন একটি মহিমান্বিত রজনী। তাহলেই  তার অন্ধকার জীবন পরিনত হবে এক মহিমান্বিত জীবনে। আর এভাবেই শবে-কদর সম্মান ও মর্যাদার রাত। এ রাত একটি অসহায় ও অবহেলিত জীবনে এনে দেয় মর্যাদার প্রবাহ। সেখানে থাকে না আর অপরাধের বিন্দু চিহ্ন। তখন আর বুঝতে কষ্ট হয় না। সত্যিই শবে-কদর মহিমান্বিত জীবনের আশ্বাস সম্বলিত জীবনের  পয়গাম।
শবে কদর এমন মহিমান্বিত রাত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এই রাতকে পুরো মাসব্যাপী তালাশ করতে হুকুম করা হয়েছে। আর শেষ দশ বেজোড় রাতে তালাশের বিশেষ হুকুম করা হয়েছে। যদি এই রাত সমূহ জাগরণ সম্ভব না হয় তাহলে ২৭শে রমজানের রাত তুলনামূলক অধিক ইবাদত করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, রমজানের প্রতি রাতেই অধিক পরিমান ইবাদত করা উচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status