খোশ আমদেদ মাহে রমজান

যাকাত দেয়ার তাগিদ দিয়েছেন আল্লাহ্

মাওলানা এম.এ.করিম ইবনে মছব্বির

১১ মে ২০২০, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন

ইসলামী জীবন হচ্ছে মুসলমানদের পঞ্চস্তম্ভ বিশিষ্ট ঘরের মতো। আর যাকাত হচ্ছে সেই ঘরের পঞ্চস্তম্ভ। আল্লাহ্র  কি কুদরত, গরীব মুসলমানদের ইসলামের মুল তিনটি ভিত্তি পালন করতে হয়। কালিমা, নামাজ, রোজা। আর ধনীদের পাঁচটাই পালন করতে হয়। এগুলো হলো- কালিমা , নামায, রোজা, হজ ও যাকাত।
যাকাত, ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম। প্রত্যেক মুমিনদের যাকাত ফরজ হওয়ার বিষয় সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক তেমনি ভাবে যার উপর যাকাত ফরজ তাকে তা নিয়মিত পরিশোধও করতে হয়। আল্লাহ পাক আল কোরআনের অনেক স্থানে নামাজের পাশাপাশি যাকাত প্রদানের তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেন যে, তোমরা নামাজ কায়েম কর, যাকাত প্রদান কর এবং রকুকারীদের সাথে রুকু কর (সূরায়ে বাকারা)। নবী করীম (সাঃ) বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ব্যতীত আর  কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল,  নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে হজ করা এবং পবিত্র রমজান মাসে রোজা রাখা (বুখারী ও মুসলিম)।
নবী  করীম (সাঃ) বলেন, আল্লাহপাক তাদের সম্পদের উপর যাকাত ফরজ করেছেন, যা ধনী ব্যক্তিদের থেকে নিয়ে দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। (তিরমিযী শরীফ)। সুতরাং,সমাজের বিত্তবান ব্যক্তিরা সিয়াম পালনের সাথে সাথে গরীব, দুঃখী, দুস্থ, অভাবী, অনাথ, এতিম, মিসকিন এবং কপর্দকহীন পথচারীকে যাকাতের অর্থ বন্টন করে দিবে। প্রত্যেক রোজাদার মুমিনের কর্তব্য মাহে রমজানের রোজা পালনের সাথে সাথে যাকাতের অর্থ সম্পদ দুস্থ মানবতার সেবায় ব্যয় করা, গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সহানুভূতি প্রদর্শন করা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status