খোশ আমদেদ মাহে রমজান

রহমতের দশম দিনে আল্লাহর কাছে প্রার্থনা

মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

৪ মে ২০২০, সোমবার, ১২:০৫ অপরাহ্ন

মাহে রমজানের রহমতের দশম দিন অতিবাহিত হচ্ছে আজ। আসুন সবাই এ দিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ  মহামারী করোনা ভাইরাস থেকে সমগ্র জাতিকে হেফাজত করুন।
হে ফেরেশতা জিব্রাঈল, ইসরাফিল, মিকাঈল, আজরাইলের আল্লাহ। হে আরশ বহনকারী সকল ফেরেশতাদের আল্লাহ। হে নবী আদম (আঃ) থেকে শুরু করে আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) -এর আল্লাহ। হে আল কোরআন অবতীর্ণকারী আল্লাহ। হে বায়তুল্লাহ কাবা শরীফের মালিক আল্লাহ। হে মদিনার রাসূল (সাঃ)- এর রওজা মোবারকের মালিক আল্লাহ। হে বায়তুল মুকাদ্দিছ, আল আকছার মালিক আল্লাহ-
আমরা আখেরি জামানার এবং আখেরি নবীর উম্মতদের করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে হেফাজত করুন।
হে আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে এখন পর্যন্ত যত প্রকার কুফুরী ,শিরকী, কবীরা, ছগিরা, প্রকাশ্যে- অপ্রকােশ্য, জেনে-না জেনে যে সকল পাপ করেছি এ জন্য আমরা তোমার কাছে দুই হাত করজোড়ে তাওবা করছি -তুমি মাহে রমজানের উছিলায় আমাদের ক্ষমা করে দাও।
হে আল্লাহ আমাদের গুনাহের কারনে রাগ করে মসজিদ বন্ধ করে দিয়েছেন, হে আল্লাহ আপনার অসীম দয়ার গুনে আপনার  পাপী বান্দাদের মাফ করে আপনার পবিত্র ঘর বায়তুল্লাহসহ সকল মসজিদের দরজা খুলে দিন।
হে আল্লাহ আমরা মানবজাতি পাহাড় পরিমাণ গোনাহ করলে, আপনি পর্বত হয়ে আমাদের ক্ষমা করে দিন।
হে আল্লাহ আমরা নদী পরিমান গুনাহ করলে, আপনি দয়ার সাগর হয়ে ক্ষমা করে দিন।
হে আল্লাহ আপনি ইহকাল ও পরকালে সুখ-শান্তি ও কল্যাণ দান করুণ। আমিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status