খেলা

করোনা মোকাবিলা: ইমরান খানের ওপর আস্থা হারিয়েছেন শোয়েব?

স্পোর্টস রিপোর্টার

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তানের করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের আশঙ্কা কোভিড-১৯ আক্রান্ত রোগীর জন্য স্থান সংকুলান করতে হিমশিম খাবে হাসপাতালগুলো। এমতাবস্থায় ডাক্তারদের জন্য আরো পিপিই লাগবে বলেও জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক। ঠিক এমন সময় ভারতের কাছে সাহায্য চেয়ে বিতর্ক ডেকে এনেছেন শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়রাই তাকে ধুয়ে দিয়েছেন। ইমরান খানের ওপর থেকে শোয়েব আস্থা হারিয়েছেন কিনা সে প্রশ্নও উঠেছে।

বিশ্বের দ্রততম বোলার শোয়েব বুধবার সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘ভারত যদি আমাদের জন্য ১০ হাজার ভেন্টিলেটর বানিয়ে দেয় তবে তাদের অবদানের কথা পাকিস্তান সারাজীবন মনে রাখবে। কিন্তু আমরা (ক্রিকেটাররা) কেবল ম্যাচ আয়োজনের কথা বলতে পারি। ওসব ব্যাপারে সিদ্ধান্ত কর্তৃপক্ষের (সরকার)।’
শোয়েবের এমন মন্তব্যের পর টু্ইটারে ভারতীয় ভক্তরা তাকে তিরস্কার করা শুরু করেন। একজন লিখেন, ‘শোয়েব কি পাকিস্তান সরকারের কেউ, নাকি ইমরান খানের মুখপাত্র। ও এসব বলার কে? যদি সাহায্য লাগে ইমরান খান নিজে বলবেন। শোয়েব বলার কে? ও তো কেবল একজন সাবেক ক্রিকেটার।’ আরেকজন বলেন, ‘সাহায্যই যখন দরকার তো ইমরান খান বিষয়টি সার্ক সম্মেলনে কেন উঠালো না?’

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও প্রস্তাব দেন শোয়েব। দুবাইয়ে ‘ক্লোজ ডোর’ স্টেডিয়ামে সিরিজটি আয়োজনের কথা বলেন তিনি । যে সিরিজ থেকে প্রাপ্ত অর্থ যাবে দু’দেশের সরকারি তহবিলে। তবে পাকিস্তানের সাবেক গতি তারকার এমন প্রস্তাবের জবাবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, সে (শোয়েব) তার মতামত দিয়েছে। এটা সে দিতেই পারে। তবে ভারতের অর্থের প্রয়োজন নেই। করোনা তহবিলে যথেষ্ট অর্থ আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status