খেলা

‘সহমত রমিজ ভাই, চলুন তিনজনই সম্মান নিয়ে অবসরে যাই’

স্পোর্টস ডেস্ক

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৯:১৫ পূর্বাহ্ন

মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে সম্প্রতি সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ বলেন, ‘তাদের উচিত (হাফিজ-মালিক) সম্মান থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো। তবে তাদের প্রতি পাকিস্তানের ক্রিকেট কৃতজ্ঞ। কেননা তারা অনেকদিন দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছে।’ 
রমিজের এমন পরামর্শ ভালো লাগেনি মালিকের। আজ (বৃহস্পতিবার) টুইটারে হাফিজ ও রমিজকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ঠিক বলেছেন রমিজ ভাই। আমি আপনার সঙ্গে একমত। যেহেতু আমরা তিনজনই ক্যারিয়ারের শেষ পর্যায়ে উপনীত হয়েছি, চলুন সম্মানের সঙ্গে অবসরে যাই সবাই। এটাকে ২০২২ সালে ঠিক করা যাক?’ শেষে আবার ‘জোকস’ লিখে বিষয়টাকে হালকা করার চেষ্টা করেছেন মালিক। 
মালিকের খোঁচা হজম করে বসে থাকেননি রমিজ। রিপ্লেতে মালিককে তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলা থামাবেন না। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কথা বলে যেতে থাকবেন। মালিককে রমিজ এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, অবসরে যাওয়ার সময় পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি।

পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের বয়স যথাক্রমে ৩৯ ও ৩৮। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর দুই সিনিয়র ক্রিকেটার আবারো জাতীয় দলে ফিরেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ফেরাটা মন্দ হয়নি তাদের। হাফিজ দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৭ ও ৬৭*। আর শোয়েব মালিক এক ইনিংস খেলার সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ফিফটি (৫৮*)।

তবুও রমিজ রাজা চান তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাক। এ নিয়ে তিনি বলেছিলেন, ‘তারা যদি এখনই অবসর নেয় সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো হবে। নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে ভবিষ্যতে শক্তিশালী দল গড়তে তরুণদের সুযোগ দেয়ার বিকল্প নেই।’

মোহাম্মদ হাফিজ অবশ্য ঘোষণা দিয়ে রেখেছেন, ‘চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।’ শোয়েব মালিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চার বছর আগে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status