বিনোদন

করোনায় মারা গেলেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক

বিনোদন ডেস্ক

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১:৪২ পূর্বাহ্ন

করোনাভাইরাসে গোটা দুনিয়া টালমাটাল। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে অনেক শোবিজ তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। এবার এই ভাইরাসের সংক্রমণে মারা গেলেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক জন প্রাইন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেরিকার খ্যাতিমান এ শিল্পী। তার বয়স হয়েছিল ৭৩ বছর। একজন শিল্পীর পাশাপাশি গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন জন। তার লেখা গান গেয়েছেন অনেক বিখ্যাত শিল্পী। জন প্রইিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে জন্মগ্রহণ করেন।

১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। শিকাগোর ওল্ড টাউন স্কুল অব ফোক মিউজিকে ক্লাসও করেছেন। ১৯৬০ এর দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর হয়ে পশ্চিম জার্মানিতে কাজ শেষে দেশে ফিরেন। শিকাগোতে ডাকপিয়নের কাজ নেন। পাশাপাশি শখের বশে চালিয়ে যান গান লেখা ও গাওয়া। ১৯৭১ সালে আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক প্রশংসা পায়। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পীর নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম রয়েছে। রেকর্ডিং অ্যাকাডেমি থেকে তিনি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। বিশ^বরেণ্য শিল্পী বব ডিলনের খুব প্রিয় ছিলেন জন প্রাইন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status