বিশ্বজমিন

বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

মানবজমিন ডেস্ক

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:২৪ পূর্বাহ্ন

ভারতে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, জাতীয় এই দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিরও। তাই সরকারের এটা নিশ্চিত করা উচিত যে, সরকার পরিচালিত ও বেসরকারি ডায়াগনোসস্টিক সেন্টার উভয় স্থানেই বিনামূল্যে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে। এখন যদিও সরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে বিনামূল্যে, কিন্তু বেসরকারি ল্যাবগুলোতে এ জন্য হাঁকা হচ্ছে সাড়ে চার হাজার রুপি পর্যন্ত। সূত্র এনডিটিভি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status