অনলাইন

হোমনায় পাঁচ গ্রাম স্বেচ্ছায় লকডাউন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ৮:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লার হোমনায়  করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পাঁচ গ্রাম স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে সেখানকার বাসিন্দারা। গ্রামগুলো হলো  হোমনা পৌরসভার  আদর্শ পাড়া,  বাগমারা ও গোয়ারীভাঙ্গ, মাথাভাঙ্গ ইউনিয়নের দ্বাড়িগাও  ও ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর । বুধবার গ্রামের  প্রবেশ পথে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে  নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে । তাতে লেখা রয়েছে  প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ ।
জানাগেছে, এ সমস্ত গ্রামে কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা  না গেলেও  আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
 গ্রামবাসী জানান, বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে মহামারী আকার ধারন করতে পারে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। জানাগেছে এসব গ্রামে ঢাকা,  নারায়নগঞ্জ  ও বিদেশ থেকে  কিছু লোক বাড়ি এসেছে ।  স্থানীয়  প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন । তাই করোনা মহামারী থেকে নিজেদের রক্ষার স্বার্থে  তারা  স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে। এতে করে গ্রামে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।
 
ওমরাবাদ গ্রামের এরসাদ হোসেন মাষ্টার  জানান, ‘করোনা সতর্কতায় কাশিপুর গ্রামে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক ভালো কাজ।  এটি দেখে অন্যরাও অনেক সচেতন ও উদ্বুদ্ধ হবেন।
 বাগমারা গ্রামের কাউন্সিলর আবুল হোসেন জানান, বাগমারা গ্রামে নারায়ণগঞ্জ থেকে কিছু লোক বাড়ি এসেছে। তারা হোম কোয়ারেন্টিনে আছে । করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।’
এ বিষয়ে  পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, করোনা রোগী শনাক্ত না হওয়ায় কোন গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়নি ।  তবে মানুষকে ঘরমূখো করতে  অনেক চেষ্টা করে যাচ্ছি ।এমতাবস্থায় জনগন  স্বেচ্ছায় লকডাউন পালন করছে । এতে করোনার ঝুঁকি অনেকটা কমে আসতে পারে । এ জন্য তাদেরকে এ কাজকে বাধা ও দিচ্ছি না ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status