বাংলারজমিন

যাবতীয় সমস্যায় পুলিশ সর্বদা রাস্তায় থাকবে: পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ৬:৪৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের সহায়তার লক্ষ্যে তথা যাবতীয় সমস্যা সমাধানে এখন থেকে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা রাস্তায় থাকবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বুধবার বেলা ১১ টায় পুলিশ লাইন শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার সাংবাদিকের এ কথা বলেন। তিনি আরো বলেন, জনসংখ্যায় কুমিল্লা জেলা দেশের একটি বৃহৎ জেলা। কুমিল্লায় বর্তমানে ৬০ লক্ষ লোকের বসবাস তাই বর্তমান করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য কুমিল্লার জেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কুমিল্লা জেলা পুলিশ জেলার ১৮টি উপজেলার প্রতিটিতে কোন অসহায় এবং দরিদ্র জনসাধারণ যাতে করে না খেয়ে থাকতে হয় সেই লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছে। প্রথম কর্মসূচি হিসেবে আমরা প্রত্যেকটি উপজেলার জন্য ১৮টি ভ্রাম্যমাণ ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেছি। দ্বিতীয় কর্মসূচি হিসেবে বুধবার থেকে জেলার প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামের অসহায় মানুষদের পাশে আমাদের পুলিশ প্রশাসন খোঁজ নিয়ে ঘরে ঘরে গিয়ে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন প্রত্যেক পরিবারের মধ্যে ৫ কেজি চাল ২ কেজি আলু ১ কেজি ডাল ১ কেজি পেঁয়াজ ১টি করে সাবান বিনামূল্যে এসব পণ্য সামগ্রী বিতরণ করবে। তার ধারাবাহিকতায় বর্তমানে ২০০০ খাদ্য সামগ্রী ব্যাগ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও উক্ত মালামাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন এএসপি মোঃ সাখাওয়াত হোসেন .এএসপি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status