বাংলারজমিন

করোনা আক্রান্ত ও লকডাউন এলাকা থেকে গ্রামে আশ্রয়, ১১ বাড়ি লকডাউন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৮ এপ্রিল ২০২০, বুধবার, ৬:২৮ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত এবং লকডাউন হওয়া বিভিন্ন এলাকা থেকে টাঙ্গাইলের বাসাইলে গ্রামের বাড়িতে এসে আশ্রয় নেয়া ১১টি বাড়িকে লকডাউন ঘোষনা করা হয়েছে। বুধবার( ৮এপ্রিল) বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুননাহার স্বপ্না এবং সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাড়িগুলো লকডাউন ঘোষনা করেন।

জানা যায়, সস্প্রতি রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ, মিরপুর, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন এলাকা থেকে বাসাইলের গ্রামের বাড়িতে এসে আশ্রয় নেয় ১১ টি পরিবার। এসব এলাকার কোথাও করোনা ভাইরাসের কারনে মৃত্যু আথবা কোথাও লকডাউন হওয়ায় সম্প্রতি এসব পরিবার নিজ গ্রামে এসে আশ্রয় নেয় বলে জানা যায়। ওই পরিবারের সদস্যদের থেকে করোনা ভাইরাস সংক্রমিত হবার ভয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে আবহিত করেন। উপজেলা প্রশাসন বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অভিযান চালিয়ে উপজেলার কাশীল ইউপি’র কাশীল দঃপাড়ার হাশেম মিয়ার ছেলে রানা ইব্রাহীম,কদম খানের ছেলে রাজীব খান,পূর্বপাড়ার ট্রাক চালক রানা, নথখোলা এলাকার শাহজাহান আলী, বাথুলীশাদী পঃপাড়ার গার্মেন্টস কর্মী সুরিয়া বেগম,ফুলকি ইউপি’র গাছপাড়ার মাহমুদ আলীর ছেলে গনি মিয়া, ঝনঝনিয়ার ছানা খানের ছেলে আলআমীনের বাড়িসহ বাসাইল পৌরসভার পালবাড়ির তিনটি বাড়ি এবং হাবলা ইউপি’র বাঐখোলায় ১টি বাড়িকে লকডাউন ঘোষনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শামছুননাহার স্বপ্না জানান , আমরা জানতে পেরেছি ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জসহ লকডাউন হওয়া বিভিন্ন এলাকা থেকে ১১টি পরিবার রাতের আধাঁরে লুকিয়ে বাসাইলে এসেছে। করোনা সংক্রমন প্রতিরোধে তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এসময়ে পরিবারগুলোর খাবার,ওষধ এবং জরুরী প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status