বাংলারজমিন

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বাঙালি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ৫:৫৩ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বুধবার (০৮ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত বাংলাদেশী শ্রমিকদের কেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পায়রা তাপ বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এতে করে প্রায় ১হাজার ৩শ শ্রমিক আজ থেকে কর্মহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধায় বাংলাদেশী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার পর বিসিপিসিএলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। পায়রা তাপ বিদুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, কেন্দ্রে প্রায় ১৩’শ বিদেশী শ্রমিক কর্মরত রয়েছেন এছাড়া বিদ্যুৎ উৎপাদনে দৈনন্দিন কাজে যেসব দেশী শ্রমিকদের প্রয়োজন এমন ৪’শ শ্রমিক,  ৫’শ নিরাপত্তা কর্মী, ১’শ কর্মকর্তা কর্মচারী এবং অবকাঠামো উন্নয়ন কাজের ৩’শ শ্রমিককে কেন্দ্রের ভেতরে রেখে প্রকল্প এলাকা লকডাউন করা হয়েছে। শুধুমাত্র বাহির থেকে নেয়া  ১৩০০ শ্রমিকের প্লান্টে প্রবেশ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এসব শ্রমিকদের কাজে ফিরিয়ে নেয়া হবে।

বাংলাদেশী শ্রমিকদের ভিতরে কাজের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকলেও কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদুৎ সরবরাহ ব্যবস্থাসহ অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম চলবে। প্রতিদিন এ কেন্দ্র থেকে ৪৫০-৫০০ মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়ে থাকে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status