অনলাইন

ফয়সাল ভাই আপনাকে ফিরে আসতেই হবে...

সৈয়দ মনসুর উদ্দিন, লন্ডন

৮ এপ্রিল ২০২০, বুধবার, ২:৫৮ পূর্বাহ্ন

রুগীদের জন্য নিজেকে উজাড় করে দিয়ে আমাদের পারিবারিক বন্ধু এবং বড় ভাই ডা: ফয়সাল আজ আর ভালো নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে! আইসিইউতে!  অমায়িক, বন্ধুবৎসল,পরোপকারী, নিরহংকারী, আড্ডা প্রিয় আর সদা হাস্যময় আমাদের সবার প্রিয় ফয়সাল ভাই। রমফোর্ডের কুইন এলিজাবেথ হাসপাতালের কনসালটেন্ট। ফয়সাল ভাইয়ের স্ত্রী রাণী ভাবীও নিউহাম হাসপাতালের ডাক্তার।  এই কিছুদিন আগেও তাদের ২৫তম বিবাহ বার্ষিকী আমরা ঘটা করে পালন করলাম।  পূর্ব লন্ডনের বিখ্যাত মেফেয়ার হলে আয়োজিত বিবাহ বার্ষিকীর বিশাল অনুষ্ঠানে যাবার আগ পর্যন্ত ভাবী জানতেন না কিছুই। সামরিক গোয়েন্দা কায়দায় সব আয়োজন হলো ভাবীর অগোচরে, গোপনে।  প্রায় হাজার খানেক বন্ধু বান্ধবের উপস্থিতি দেখে এবং ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে আবেগাপ্লুত রাণী ভাবির সেকি কান্না! ভাবীর সেদিনের এই কান্না ছিলো পরম আনন্দের! একজন বিরল ভালোমানুষের বিরল ভালোবাসা প্রকাশের বিস্ময়ে!  করোনা আক্রান্ত ফয়সাল ভাইয়ের জন্য আজ শুধু ভাবীই কাঁদছেন না!  তার কন্যা ওয়ারিসা আমার কন্যা সম্প্রীতির বান্ধবী। তার পুত্র ইনতি আমার আমার পুত্র সাদাফের বন্ধু।

আজ তারাও কাঁদছে। কাঁদছি আমি। কাঁদছে আমার স্ত্রী। কাঁদছে আমাদের গোটা চিগওয়েল। উনার সকল বন্ধু আর আত্মীয় স্বজন!

না এটা হতে পারে না! আমি বিশ্বাস করিনা!

শুনেছি ফয়সাল ভাই আপনাকে ভেনটিলেশনে রাখা হয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

আহা! আহা! এমন একজন ভালো মানুষের শ্বাস নিতে কষ্ট হবে - আমি মেনে নিতে পারছি না।

ফয়সাল ভাই দয়া করে আপনি আমার একটু শ্বাস নিয়ে যান। আপনার সব বন্ধুদের শ্বাস নিয়ে হলেও আপনি ভালো হয়ে আসুন। চোখ খুলে চেয়ে দেখুন আমরা অক্সিজেন নিয়ে দাঁড়িয়ে আছি।
আপনার কত অক্সিজেন দরকার বলুন!

আপনাকে এই দেশের, এই মানব জাতীর অনেক প্রয়োজন। আপনি হেরে গেলে আমরা কার কাছে যাবো! আপনার শত শত রোগীর কী হবে?

প্লিজ ফয়সাল ভাই, প্লিজ, আপনার পায়ে পড়ি আপনি ফিরে আসুন। আরেকটু জোড়ে শ্বাস নিন। আপনাকে আমাদের ভিষন প্রয়োজন। এখনো আপনার অনেক কাজ বাকী।

রাণী ভাবীকে না জানিয়ে আবার একটা বড় অনুষ্ঠান করতে হবে!

সিনেমা হলে টাইটানিক দেখেছি ফয়সাল ভাই! বাস্তবে দেখতে চাইনা। আপনি আজই ভাবীর কাছে ফিরে আসুন। Please come back...Come back....
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status