বিশ্বজমিন

ইরানে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মানবজমিন ডেস্ক

৮ এপ্রিল ২০২০, বুধবার, ১২:৫৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে করোনার সবথেকে ভয়াবহ আঘাতের শিকার হয়েছে ইরান। চীনের বাইরে করোনা বিস্তারের প্রথম উপকেন্দ্র হয়ে উঠেছিল দেশটি। তবে অবশেষে সেখানে কমতে শুরু করেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ইরানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৮৯ জন। যা পূর্বের দিনের ২,২৭৪ জন থেকে কম। এরফলে দেশটিতে টানা ৮ম দিনের মত করোনায় আক্রান্ত বৃদ্ধির সংখ্যা নিন্মমুখি থাকলো।
গত মাসের শেষ তারিখে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হন ৩,১১০ জন। এরপর থেকে টানা ৮ দিন আক্রান্তের হার কমেছে। আক্রান্তের পাশাপাশি গত ৪দিন ধরে ইরানে মৃত্যুর হারও কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে মারা গেছেন ১৩৩ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ১৩৬ জন। এর আগের দুদিন মারা যান যথাক্রমে ১৫৮ ও ১৫১ জন।
উল্লেখ্য, ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৬৩ হাজার জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৩,৮৭২ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ২৭,০৩৯ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status