অনলাইন

ঘরে বসেই সাড়ে ১২ হাজার পরিবার পেল তাজের পাঠানো খাবার

স্টাফ রিপোর্টার,নব্রাহ্মণবাড়িয়া থেকে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ১২:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সাড়ে ১২ হাজার কর্মহীন ও অসচ্ছল পরিবারকে খাবার সামগ্রী দেয়া হয়েছে। তারা সবাই ঘরে বসেই পেয়েছেন খাবার। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই খাবার সামগ্রী দেয়া হয়। ৬ই এপ্রিল তিনি নিজে উপজেলা সদরে অবস্থান করে বিভিন্ন ইউনিয়নে খাবার সামগ্রী ভর্তি গাড়ি পাঠানোর কাজ তদারকি করেন। এসময় তিনি বলেন, সচেতনতাই পারে করোনাভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে। সেকারনে নিজে সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন রাখতে হবে। এসময় তার সাথে সেখানে ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন ও এ কে এম শহিদুল হক বাবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল আহাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ। উপজেলা পরিষদের সামনে থেকে নসিমনে করে এসব খাবার সামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়া হয়। গাড়ি থেকে খাবার ভর্তি প্যাকেট নামিয়ে স্থানীয় নেতাকর্মীরা পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ঘরে ঘরে পৌঁছে দেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল ও সাবান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status