অনলাইন

রাব অক্ষম হলে দায়িত্ব নেবেন ঋষি

কে রহমান, বৃটেন থেকে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ১২:৩২ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে কঠিন শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়ছেন তিনি। তার অসুস্থতাজনিত অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব। বৃটেনের সংসদীয় রীতি ও বরিস জনসনের আস্থাভাজন হিসেবে এগিয়েই ছিলেন রব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বরিস জনসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিলেন তিনি। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমনের পর দুইদফায় করোনা পরীক্ষা করেছেন রব। দুইবারই রেজাল্ট এসেছে নেগেটিভ। বরিস জনসন অসুস্থ হওয়ার পর সম্ভাব্য নানা সংকটের বিষয়ে আলোচনা চলছে বৃটেনে। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বিষয়। কোনো কারণে ডমিনিক রব দায়িত্ব পালনে অক্ষম হলে দেশ পরিচালনায় নেতৃত্বের ব্যাটন নেবেন চ্যান্সেলর ঋষি সুনাক। মঙ্গলবার এমএসএনের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ডমিনিক রব দায়িত্ব পালনে অক্ষম হলে অগ্রাধিকার আদেশের ভিত্তিতে চ্যান্সেলর ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এদিকে সাম্প্রতিক পরিস্থিতিতে ডি-ফ্যাক্টো উপ-প্রধানমন্ত্রী হিসাবে অবস্থান জোরদার হচ্ছে ৩৯ বছর বয়সী ঋষি সুুনাকের। ভারতীয় পাঞ্জাবী বংশোদ্ভুত ঋষি বর্তমানে বরিস জনসন সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। যিনি মাত্র দুই মাস আগে চ্যান্সেলর হয়েছেন। নিয়োগের তিন সপ্তাহর মাথায় তিনি প্রথম বাজেট প্রদান করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের বিষয়ে যা ছিল সরকারের প্রথমদিকের একটি প্রতিক্রিয়া। তার প্রচেষ্টাগুলো প্রশংসিত হচ্ছে। কনজারভেটিভ পার্টির ভবিষ্যত শীর্ষ নেতা হিসেবেও পছন্দের পাত্র হয়ে উঠছেন। গত মাসে ইউগোভের একটি জরিপে দেশের মোস্ট পপুলার পলিটিশিয়ান হিসেবে তিনি ৪৯ প্লাস রেটিং অর্জন করেছেন।
 এদিকে সোমবার রাতে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার সকালে সি-১৯ ‘ওয়ার মন্ত্রীপরিষদের‘ সভায় সভাপতিত্ব করেছেন ডমিনিক রব। সেখানে তিনি বলেছেন, যতদিন বরিস জনসন অসুস্থতা কাটিয়ে দায়িত্বগ্রহণে সক্ষম হবেন না ততদিন সরকার পরিচালনার জন্য দায়বদ্ধ থাকবেন। তিনি বলেন, আমাদের মন্ত্রিসভা থেকে জনসন কী চান এবং ঠিক এখনই আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন তা আমরা ঠিক জানি। আজকের মন্ত্রিপরিষদের আলোচনার পরে আমি প্রধানমন্ত্রী ও জনসাধারণকে আশ্বস্ত করতে পারি যে, এই গুরুত্বপূর্ণ মুহুর্তে দল ঝাঁকুনিতে পড়বে না। করোনা ভাইরাসকে পরাস্ত করতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আমরা সংকল্পের সাথে আমাদের সমস্ত মনোনিবেশ ঘটাবো। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এবং মন্ত্রীসভার সম্মিলিতভাবে জাতীয় সুরক্ষা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ডমিনিক রব রানীর সাথে সাপ্তাহিক বৈঠক করবেন না।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভেন্টিলেটর ছাড়াই তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। বরিস জনসনের শরীরের ক্রমাগত উচ্চ তাপমাত্রা হ্রাস পেয়েছে ইনটেনসিভ কেয়ারে নেয়ার একদিন পর। তবে তার শরীরে করোনা ভাইরাসের অন্যান্য লক্ষণ রয়ে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status