বিশ্বজমিন

‘কমপক্ষে এক মাস কাজে ফিরতে পারবেন না জনসন’

মানবজমিন ডেস্ক

৮ এপ্রিল ২০২০, বুধবার, ১০:৫৯ পূর্বাহ্ন

তৃতীয় রাত হাসপাতালে কাটালেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনায় আক্রান্ত হওয়ায় তাকে সেইন্ট থমাস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ফলে তার পক্ষে সরকারি কাজ চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ‘যতদিন প্রয়োজন ততদিন তার পক্ষে কাজ চালিয়ে নেয়ার’ প্রত্যয় ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বিশেষজ্ঞরা বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন যদি পুরোপুরি সুস্থ হন তাহলে কাজে ফিরতে এক থেকে দুই সময় সময় লাগবে তার। ওই বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউতে নিষ্ক্রিয় সময় কাটানোর ফলে প্রধানমন্ত্রী তার মাংসপেশির সক্ষমতা ও শক্তি হারাতে পারেন। তারা আরো সতর্ক করে বলেছেন, লন্ডনের কেন্দ্রীয় অংশে অবস্থিত সেইন্ট থমাস হাসপাতালে জনসনের অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন দিতে হয়েছে। এই ভাইরাসের বিরুদ্ধে যখন তিনি লড়াই করছেন তখন তার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। যারা এমন অবস্থা থেকে ছাড় পেয়েছেন তারা বলেছেন, সুস্থ হওয়ার পরও বরিস জনসনকে বেশ কয়েক সপ্তাহ বিছানায় বিশ্রামে থাকতে হবে। কারণ এই রোগ শরীরের সব শক্তি শুষে নেয়। ফলে আরো কমপক্ষে এক মাস বৃটেনের ক্ষমতায় শূন্যতা দেখা দিতে পারে। এমনটা হতে পারে দু’মাসও।
এমনটা যদি হয় তাহলে বরিস জনসনকে ভর করতে হবে তার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর। যাকে জনসন এরই মধ্যে সরকার চালিয়ে নেয়ার মতো দায়িত্ব দিয়েছেন। তিনিও দেশের এই মহাসঙ্কটের সময় সেই দায়িত্ব নিয়েছেন এবং গতকাল মন্ত্রীপরিষদের কোবরা কমিটির বৈঠকে জনসনের পক্ষে সভাপতিত্ব করেছেন। বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন তিনি দায়িত্ব পালন করবেন। তিনি এদিন নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার বৃটেনে আরো ৭৮৬ জন মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। এ নিয়ে মোট ৬১৫৯ জন মারা গেছেন বৃটেনে। মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ২৪২ জন।
ওদিকে ডাউনিং স্ট্রিট থেকে নিশ্চিত করা হয়েছে যে, ৫৫ বছর বয়সী জনসনের অবস্থা স্থিতিশীল। তিনি সজীব আছেন। তাকে ভেন্টিলেশন দেয়া হয়নি। ডমিনিক রাব দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার ‘বস ও বন্ধু’ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তিনি তাকে একজন যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন। সেরা মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানের বিষয়ে তিনি বলেন, জনসন নিরাপদ হাতে রয়েছেন। রাণী দ্বিতীয় এলিজাবেথ, দেশের বিরোধী রাজনীতিক, আন্তর্জাতিক দুনিয়ার রাজনীতিকরা বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বরিস জনসনের অন্তঃসত্ত্বা প্রেমিকা ক্যারি সায়মন্ডস ও জনসনের পরিবারের অন্য সদস্যদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন রাণী।
ওদিকে বৃটেনের চিফ মেডিকেল অফিসার স্বীকার করে নিয়েছেন বৃটিশ সরকারকে জার্মানির কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। বিশেষ করে ব্যাপকভিত্তিক পরীক্ষা বা টেস্ট সম্পর্কে। ডাউনিং স্ট্রিট থেকে ডমিনিক রাবের ক্ষমতার বিষয়ে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। বলা হয়েছে, তিনি বৃটেনের সামরিক নিরাপত্তায় নির্দেশ দেয়ার কর্তৃত্ব রাখেন। স্কুল, কলেজ বন্ধ রাখায় করোনা সংক্রমণে খুব সামান্যই পার্থক্য দেখা যাচ্ছে বলে এক গবেষণায় দেখতে পেয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এরপরই স্কুল, কলেজ খুলে দেয়ার জন্য মন্ত্রীদের ওপর চাপ বাড়ছে।
গতকাল ডাউনিং স্ট্রিটে প্রেস ব্রিফিং করেন ডমিনিক রাব। তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রী সম্পর্কে আমি একটি বিষয় জানি। তিনি একজন যোদ্ধা। এই সঙ্কটের পরেই তিনি আমাদের নেতৃত্বে ফিরবেন। এ বিষয়ে আমি দৃঢ় আস্থাশীল। ওদিকে টাইমস পত্রিকা রিপোর্টে বলেছে, বরিস জনসনের উচ্চ তাপমাত্রা ছিল। তা এখন কমতে শুরু করেছে। তিনি ১১ দিন আগে করোনা ভাইরাসে সংক্রমিত হন। তার বর্তমান অবস্থা দেখে একজন বলেছেন, এখনও মনে হচ্ছে আমরা অত্যন্ত বিপদের সম্মুখীন। আমি এখনও মনে করি না, তিনি আইসিইউ থেকে ফেরার আগে আমাদের মানসিক স্বস্তি আসা উচিত।  
ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর পল হান্টার বলেছেন, যদি কেউ এমনটা অসুস্থ হয়ে পড়েন যে, তাকে আইসিইউতে নেয়া হয়েছে, তিনি যদি সুস্থ হনও, তাহলে তাকে পূর্ণ সুস্থ হতে আরো অনেকটা সময় লাগে। যদিও আইসিইউতে নেয়া রোগীদের মধ্যে শতকরা মাত্র ৫০ ভাগ বাঁচেন। ‘আমার মতে এই পরিমাণে যারা অসুস্থ তাদেরকে কাজে ফেরার মতো সুস্থ হতে কমপক্ষে এক মাস অথবা হতে পারে দুই মাস বিশ্রামে থাকতে হয়’। ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের কনসালট্যান্ট এবং রয়েল কলেজ অব অ্যানেস্থেটিকস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মাইক গ্রোকট বলেছেন, কোনো ব্যক্তি যদি আইসিইউতে শুধু অক্সিজেন থেরাপিতেও থাকেন এবং চলতে ফিরতে না পারেন, তাহলে একটি সময় পর্যন্ত তিনি শারীরিক স্বাভাবিক কাজ করতে পারেন না। এর মেয়াদ হতে পারে কয়েক সপ্তাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status