বিনোদন

তারকা যখন ঘরে

‘দূরত্ব ঠিক রেখে পরিবারকে সময় দিচ্ছি’

স্টাফ রিপোর্টার

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীই কার্যত অচল হয়ে গেছে।  অন্য সব কিছুর মতো বন্ধ হয়ে গেছে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনও। বাংলাদেশসহ দুনিয়ার বড় বড় উৎসব, কনসার্ট ও সিনেমা-নাটকের কার্যক্রম এখন বন্ধ। বলা হচ্ছে করোনা প্রতিরোধে এ সময়ে বাসায় থাকার কোনো বিকল্প নেই। আর এ সচেতনতা থেকেই অন্য সকলের মতো গৃহবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে শোবিজ তারকাদেরও। ঘরে থাকার এ সময়টাতে কি করছেন জানতে চাওয়া হলে দেশীয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বলেন, এ সময়টাতে ডায়েট নিয়ে চিন্তা করছি না।

কী খাবো, কতটা ওজন বাড়বে, এসবের ভয় না করে প্রতিদিনই নানা কিছু খাচ্ছি। ওজন বাড়লে পরে না হয় কমানো যাবে। বাড়িতে থাকার বিষয় নিয়ে মেহজাবিন বলেন, বাড়িতে থাকতে কাদের অসুবিধা হচ্ছে জানি না। আমার তো প্রতিদিনই শুটিং থাকতো। এ কারণে বেশিরভাগ সময়ই আমি বাইরে থাকতাম। সেই আমিই এখন ঘরে বন্দি। এ কারণে কষ্টতো আমার বেশি হওয়ার কথা। কই তা তো হচ্ছে না।  কারণ করোনার মতো ভয়াবহ এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছি গোটা দুনিয়ার মানুষ।

আর এ যুদ্ধে জয়ী হতে হলে ঘরেই থাকতে হবে। আমার তো ভালোই লাগছে ঘরে থাকতে। বাসায় আমি দূরত্ব ঠিক রেখে পরিবারকে সময় দিচ্ছি।  অভিনয়ের ব্যস্ততার কারণে ঘরের অনেক কাজই করা হয়ে উঠে না। সেসব এখন করছি। মাঝে-মধ্যে এটা-সেটা রান্না করছি। বই পড়ছি। এছাড়া আগে দেখা হয়নি  এমন কিছু নাটক ও সিনেমা দেখছি। আর আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করছি, তিনি যেন এ মহাদুর্যোগ থেকে পৃথিবীর সব মানুষকে আশু মুক্তি দেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status