করোনা আপডেট

করোনায় নারায়ণগঞ্জে আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৭:০৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে নারায়ণঞ্জে আরোও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ফারুক আহমেদ (৫০)। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে বাসিন্দা। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ জানান, দুই সপ্তাহ ধরে ফারুকের জ্বর ছিল। পরে রাজধানীতে কুয়েত মৈত্রি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। ৬ এপ্রিল দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় ফারুকের বাড়ি ও আশপাশ লকডাউন করে দেওয়া হয়।
এরআগে নিহত চারজন হলেন- শহরের দেওভোগ আখড়া মোড়ের বাসিন্দা চিত্তরঞ্জন ঘোষ (৫৮), জামতলা হাজী ব্রাদার্স রোডের বাসিন্দা গিয়াসউদ্দিন (৬০), বন্দরের রসুলবাগ এলাকার শিউলী ওরফে পুতুল (৫০) ও ফতুল্লার কাশিপুর বড় আমবাগান এলাকার হোসিয়ারি ব্যবসায়ি আবু সাইদ (৬০)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status