করোনা আপডেট

নাঙ্গলকোটে গ্রাম ‘লকডাউন’

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৪:০৭ পূর্বাহ্ন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বান্নগর গ্রামের যুবকদের উদ্যোগে গ্রাম ‘লকডাউন’ (অবরুদ্ধ) করা হয়েছে। রোববার থেকে গ্রামটির বাসিন্দারা স্বেচ্ছায় অবরুদ্ধ জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের প্রতিটি প্রবেশ মুখে বাঁশ দিয়ে করা হয়েছে অস্থায়ী ফটক। আত্মীয় স্বজনসহ বহিরাগত কেউ যাতে গ্রামে প্রবেশ করতে না পারেন এবং গ্রামের কেউ যাতে অযথা বের হতে না পারেন, সে জন্য ফটকে বসানো হয়েছে পাহারা। গ্রামে সবধরণের খেলাধুলা ও সামাজিক সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামের ফটক গুলোতে পালাক্রমে পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা। জরুরী কাজে বের হওয়া ও গ্রামে প্রবেশ করা মানুষদের শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। তাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে মাস্ক ও সেফটি হাত মোজা।
 
মক্রবপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোর্তুজা চৌধুরী মুকুল বলেন, বান্নগর গ্রামে প্রায় ৫শ' পরিবার বসবাস। সুরক্ষার জন্য বহিরাগতদের প্রবেশ নিষেধ ও নিজেদের চলাফেরা সীমিত করেছে গ্রামের যুবসমাজ। এটি ইতিবাচক উদ্যোগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status