বিশ্বজমিন

করোনা আপডেট

এক দিনে বাংলাদেশে ও টোকিওতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত

মানবজমিন ডেস্ক

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

শনিবার একদিনে বাংলাদেশে ও জাপানের রাজধানী টোকিওতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ। এদিন বাংলাদেশকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে দ্রুতগতিতে ১০ কোটি ডলার আর্থিক সহায়তা অনুমোদন করেছে বিশ^ব্যাংক। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা নাগাদ টোকিওতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ তথ্য দিয়ে মেট্রোপলিটন গভর্নমেন্টের এক কর্মকর্তা বলেছেন, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একদিনে টোকিওতে সংক্রমিত মানুষের সংখ্যা ১০০ ছাড়ালো। সব মিলিয়ে সেখানে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১। আর বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭০। শনিবার নাগাদ বাংলাদেশে এই ভাইরাসে মারা গেছেন মোট আট জন। মহামারি, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রধান মীরজাদী সাব্রিনা ফ্লোরার মতে, শেষ ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। মারা গেছেন আরো দু’জন। এটাই ছিল ২৪ ঘন্টায় বাংলাদেশে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়, শনিবার মধ্যরাত পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৫৬। সেখানে শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ সময়ে মারা গেছেন আরো তিনজন। সব মিলে সেখানে মৃতের সংখ্যা ১৭৭। পুরোপুরি সুস্থ হওয়ার পর কোয়ারেন্টিন থেকে মুক্ত করে দেয়া হয়েছে আরো ৩০৪ জন রোগীকে।

থাইল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। সরকারের একজন কর্মকর্তা বলেছেন, তিন দিনের জন্য আন্তর্জাতিক কোনো ফ্লাইট থাইল্যান্ডে অবতরণ স্থগিত করা হয়েছে। সেন্টার ফর দ্য কভিড-১৯ সিচুয়েশন এডমিনিস্ট্রেশনের মুখপাত্র থাভিসিলপ উইসানুয়োথিনের মতে, থাইল্যান্ডে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০৬৭ জন। নতুন আক্রান্তের সংখ্যা ৮৯। সম্প্রতি বিদেশ থেকে ফেরত গিয়েছেন ১৫২ জন থাই নাগরিক। তারা সরকারের কোয়ারেন্টিন এড়িয়ে চলছেন। তারা কোথায় আছেন তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন মোট ৫৭ জন। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছেন ১৫০ জন। সব মিলে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৮৩। ইন্দোনেশিয়া সরকার বলেছে, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২০৯২। মৃতের সংখ্যা ১৯১। করোনার বিরুদ্ধে লড়াইয়ে লাওসকে সহায়তার অংশ হিসেবে শনিবার সকালে ভাড়া করা একটি বিমান ভিয়েতনাম থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে লাওসের রাজথধানী ভিয়েনতিয়েনে অবতরণ করেছে। এর মধ্যে রয়েছে মানসম্মত ৩ লাখ ৩৩ হাজার ফেস মাস্ক। ১০০০ সুরক্ষিত পোশাকের সেট ও চিকিৎসা বিষয়ক কিছু সরঞ্জাম। এসবের মূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি।

ওদিকে কোয়ান্তাস এবং জেটস্টার এয়ারলাইনের স্টাফদের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। স্থানীয় একটি মিডিয়া শনিবার রিপোর্ট করেছে যে, অস্ট্রেলিয়ায় এ বিমান সংস্থার প্রায় ৫০ জন স্টাফ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৮ জন পাইলট ও ১৯ জন ক্রু। ওদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণায় অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনকে ২২ কোটি অস্ট্রেলিয়ান ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮। মোট আক্রান্ত হয়েছেন ২৯০২ জন। শুক্রবার মধ্যরাতে পাকিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্য অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন ২৫৪৭ জন। মারা গেছেন ৩৭ জন। শনিবার আফগানিস্তানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫ জন। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৯। শনিবার সেখানে করোনা ভাইরাসে মারা গেছেন আরো একজন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭।

ফিজিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ জন। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা ১২। নিউজিল্যান্ডে নতুন আক্রান্ত হয়েছেন ৫২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status